Bollywood

বল্লে বল্লে

আজ প্রকাশ্যে এল ও বল্লে ও বল্লে। ৫৭ বছর বয়সে তাক লাগালেন সলমন

Image credits: Social Media

সেরা নাচ

এই ভিডিও মুক্তির পর অনেকে বলেছেন কেরিয়ারের সেরা নাচ করেছেন তিনি।

Image credits: Social Media

পোশাক

কালো রঙের পোশাকে দেখা গিয়েছে ভাইজানকে। চুল লম্বা, চোখে সানগ্লাস।

Image credits: Social Media

বাকি তারকা

জাসসি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগমকে দেখা যাবে এই গানে।

Image credits: Social Media

হুকাপ স্টেপ

গানে একাধিক হুকাপ স্টেপ আছে।

Image credits: Social Media

ভাইরাল

গানটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে হয়েছে ভাইরাল।

Image credits: Social Media

ছবি মুক্তি

এদিকে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে আসছেন ভাইজান।

Image credits: Social Media

ছবির গল্প

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে।

Image credits: Social Media

পরিচালনা ও চিত্রনাট্য

পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

Image credits: Social Media

ইয়েনতাম্মা

কদিন আগে সদ্য প্রকাশ্যে এসেছে ইয়েনতাম্মা। এই গানে লুঙ্গি পরে বিন্দাস নাচলেন ভাইজান।

Image credits: instagram