Bangla

কোভিড ১৯ থেকেই শারীরিক অসুবিধা বাড়তে থাকে

কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অসুবিধা বেড়েছিল, সম্প্রতি সমানে ডায়ালিসিস চলছিল প্রদীপ সরকারের, সেই সেঙ্গে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য়তেও সমস্যা ছিল।

Bangla

২৩ মার্চ রাতে সঙ্কটে পড়ে প্রদীপ সরকারের শারীরিক অবস্থা

২৩ মার্চ রাতেও প্রবল শরীর খারাপ হতে থাকে, প্রদীপ সরকারকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, পটাশিয়ামের মাত্রাও নেমে গিয়েছিল, রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

Image credits: Facebook
Bangla

প্রদীপ সরকারের জন্ম কলকাতায়

১৯৫৫ সালে কলকাতায় জন্ম হয়েছিল প্রদীপ সরকারের, দিল্লি আর্ট কলেজের স্বর্ণ পদক জয়ী ছিলেন তিনি, এরপর মুম্বইয়ে একাধিক বিজ্ঞাপণ সংস্থার সঙ্গে কাজ করেছিলেন

Image credits: Facebook
Bangla

মুন্না ভাই এমবিবিএস-এর এডিটিংও করেছিলেন প্রদীপ সরকার

রাজকুমার হিরানীর মুন্নাভাই এমবিবিএস-এর এডিটরও ছিলেন প্রদীপ সরকার, তখন তিনি বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন।

Image credits: Facebook
Bangla

২০০৫ সালে বলিউডে কাস্ট করেছিলেন বিদ্যা বালনকে

বিদ্যা বালন তখন কিছু ছোট পর্দায় এবং মিউজিক অ্যালবামে কাজ করেছিলেন , ঝুলিতে ছিল ভালো থেকো বাংলা ছবির নায়িকার তকমা, পরিণীতর জন্য  প্রদীপের সঙ্গে দাদা-বোনের সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর।

Image credits: Facebook
Bangla

প্রদীপের ছবিতে নায়িকা হয়েছেন রানি মুখার্জিও

লাগা চুনরি মে দাগ- রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম বড় ছবি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও রানির অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল, এছাড়াও ছবিতে ছিলেন অভিষেক বচ্চন, কঙ্কণা সেনশর্মা।

Image credits: Facebook
Bangla

বিয়ের পর রানির কামব্যাকেও সঙ্গে ছিলেন প্রদীপ

মর্দানি ছবি-র পরিচালক ছিলেন প্রদীপ সরকার, বিয়ে এবং বাচ্চা হওয়ার পর রানি-র এটাই ছিল প্রথম ছবি, মর্দানি বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছিল তেমনি বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।

Image credits: Facebook
Bangla

হেলিকপ্টার এলা- প্রদীপের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি

হেলিকপ্টার এলা-য় বলিউডে অভিষেক ঘটেছিল ঋদ্ধি সেনে-র, তাঁর বিপরীতে ছিলেন কাজল, ছিলেন টোটা রায় চৌধুরী, প্রদীপের প্রয়াণ এঁদের সকলকেই শোকাতুর করেছে।

Image credits: Facebook
Bangla

ওয়েব সিরিজও পরিচালনা করেছেন প্রদীপ

২০২২ সালে জি ৫-এর অ্যাপ-এ মুক্তি পেয়েছিল প্রদীপ সরকার পরিচালিত ওয়েব সিরিজ দুরাঙ্গা। এছাড়া অন্য ওয়েব সিরিজগুলি হল- গোল্ড লস্যি ওর চিকেন মশালা, অ্যারেঞ্জড ম্যারেজ, ফরবিডেন লাভ।

Image credits: Facebook
Bangla

পেয়েছেন একাধিক সম্মান

২০০৫ সালে ফিল্ম ফেয়ারে সেরা আর্ট ডিরেক্টরের সম্মান পান প্রদীপ সরকার, জি সিনে অ্যাওয়ার্ডে পান সেরা প্রতিশ্রুতিমান পরিচালকের সম্মান।

Image credits: Facebook
Bangla

একাধিক মিউজিক অ্যালবামের ক্রিয়েটিভ ডিরেক্টর

পলাশ সেনের মিউজিক অ্যালবামের গান ধুম পিচাক ধুম, মাহেরি, সুলতান খানের পিয়া বাসন্তী-রে, ভূপেন হাজারিকা-র গঙ্গা, শুভা মুদগলের আব কে সাওয়ান-এর গানের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন প্রদীপ।

Image credits: Facebook
Bangla

কঙ্গণা রানাউতকে নিয়ে তৈরি করছিলেন বিনোদিনী

২০২২ সালে সামনে এসেছিল প্রদীপ সরকার নটি বিনোদিনী নিয়ে ছবি করছেন, প্রথমে নটী বিনোদিনীর চরিত্রে ঐশ্বর্য রাই-এর কথা শোনা গেলেও পরে জানা যায় কঙ্গণা রানাউত-কে নির্বাচিত করেছেন প্রদীপ।

Image Credits: Facebook