মেট গালার মঞ্চে পোশাক নয়, গলার হারের দরুন খবরে এলেন প্রিয়াঙ্কা।
নিকের সঙ্গে মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা।
পরনে ছিল কালো রঙের গাউন। যা নজর কেড়েছিল সকলের।
নিক পরেছিলেন কালো কোট। দুজনে একসঙ্গে হাজির হন অনুষ্ঠানে।
এদিন অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গলার হার নজর কাড়ল সকলের
গলায় হিরের একটি নেকপিস পরতে দেখা যায় নায়িকাকে।
১১.৬ ক্যারেটের হিরের তৈরি ছিল নিকপসটি।
প্রিয়াঙ্কার গলার হারের দাম ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
প্রিয়াঙ্কার গলার হারের দাম ভারতীয় মুদ্রায় ২০৮ কোটি টাকা।
এদিন সকলের নজর কাড়ে প্রিয়াঙ্কার গলার হার।
পাঁচ বলি অভিনেত্রী বিকিনি লুকে নেট দুনিয়ায় ছড়িয়েছেন উষ্ণতার ছোঁয়া
স্থির হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা-র বাগদানের দিন, রইল দিনক্ষণ
অনুষ্ঠিত হল Met Gala, দেখে নিন কেমন পোশাকে হাজির হয়েছিলেন তারকারা
অনুষ্কা শর্মার জন্মদিনে রইল তাঁরই কয়টি অদেখা ছবি, দেখে নিন এক ঝলকে