Bangla

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

কালো রঙের পোশাকে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

Bangla

রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউজ

এদিন Met Gala-তে সকলে নজর কাড়েন রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউজ।

Image credits: Getty
Bangla

কাইলি জেনার

লাল রঙের পোশাকে Met Gala-তে উপস্থিত হন কাইলি জেনার।

Image credits: Getty
Bangla

জ্যারেড লেটো

এক অদ্ভুত সাজে হাজির হন জ্যারেড লেটো। 

Image credits: Getty
Bangla

দোজা ক্যাট

দোজা ক্যাট Met Gala-তে হাজির হয়েছিলেন সাদা পোশাকে।

Image credits: Getty
Bangla

কার্লি ক্লস

Met Gala-তে  কালো রঙের পোশাকে উপস্থিত হন কার্লি ক্লস। তিনি যে গর্ভবতী তা স্পষ্ট বোঝা য়াচ্ছিল এদিন।

Image credits: Getty
Bangla

নাওমি ক্যাম্পবেল

নাওমি ক্যাম্পবেল হাজির হন গোলাপী শাড়িতে। Met Gala-তে তার সাজ নজকের নজর কাড়ে।

Image credits: Getty
Bangla

আলিয়া ভাট

Met Gala-তে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। সাদা গাউনে দেখা যায় তাঁকে।

Image credits: Getty
Bangla

গিগি হার্দিদ

গিগি হার্দিদ উপস্থিত হন কালো রঙের পোশাকে।

Image credits: Getty

অনুষ্কা শর্মার জন্মদিনে রইল তাঁরই কয়টি অদেখা ছবি, দেখে নিন এক ঝলকে

আমার মেন্টরকে আমি ভালবাসতাম , দেব আনন্দ সম্পর্কে বললেন জিনাত আমন

"স্মরণে ইরফান খান" অভিনেতা নয়, ক্রিকেটার হওয়ার কথা ছিল যাঁর

বেগুনী রঙের পোশাকের ভাইরাল জাহ্নবীর হট লুক