আল্লু অর্জুনের 'পুষ্পা ২' ভাঙল প্রভাসের বাহুবলী ২-এর ৭ বছরের রেকর্ড
আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২' মাত্র ১১ দিনেই সেই কাজ করে দেখিয়েছে, যা দক্ষিণ ভারতের কোনও ছবি ৭ বছরেও করতে পারেনি। এই ছবি 'বাহুবলী ২'-এর ৭ বছরের রাজত্ব কেড়ে নিয়েছে।
Image credits: ইন্সটাগ্রাম
Bangla
হিন্দিতে ডাব হওয়া দক্ষিণ ভারতের সবচেয়ে সফল বাণিজ্যিক ছবি 'পুষ্পা ২'
'পুষ্পা ২' মাত্র ১১ দিনেই হিন্দি ডাবড ভার্সনের ক্ষেত্রে দক্ষিণের সবচেয়ে সফল বাণিজ্যিক ছবি হয়ে উঠেছে। মুক্তির পর দ্বিতীয় রবিবার এই ছবির হিন্দি সংস্করণ ৪৬ কোটিরও বেশি আয় করেছে।
Image credits: ইন্সটাগ্রাম
Bangla
১১ দিনে পুষ্পা ২-এর হিন্দি ডাবড সংস্করণের আয় সাড়ে পাঁচশো কোটির বেশি
'পুষ্পা ২'-এর হিন্দি ডাবড সংস্করণ ১১তম দিনের আয় মিলিয়ে ৫৫৩ কোটি টাকারও বেশি আয় করেছে। চূড়ান্ত পরিসংখ্যান এখনও আসা বাকি।
Image credits: ইন্সটাগ্রাম
Bangla
প্রভাসের বিখ্যাত ছবি 'বাহুবলী ২'-এর হিন্দি ডাবড সংস্করণ কত আয় করেছিল?
'বাহুবলী ২' ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এবং এর হিন্দি ডাবড সংস্করণ ৫১০.৯৯ কোটি টাকা আয় করেছিল। এই হিসেবে দেখলে 'পুষ্পা ২' একে অনেকটাই ছাড়িয়ে গিয়েছে।
Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla
শীর্ষ ৫ তালিকায় দক্ষিণ ভারতের কোন হিন্দি ডাবড ছবিগুলি? দেখুন তালিকা
এই তালিকায় 'পুষ্পা ২' এবং 'বাহুবলী ২' ছাড়াও 'KGF ২', 'কল্কি ২৮৯৮ AD' এবং 'RRR' রয়েছে। তিনটির হিন্দি সংস্করণের আয় যথাক্রমে ৪৩৪.৭০ কোটি, ২৯৪.২৫ কোটি এবং ২৭৪.৩১ কোটি টাকা।
Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla
সারা বিশ্বে আয়ের নিরিখে 'বাহুবলী ২'-এর চেয়ে অনেক পিছিয়ে 'পুষ্পা ২'
বিশ্বব্যাপী আয়ের কথা বললে 'বাহুবলী ২' ১৭৮৮.০৬ কোটি টাকা আয় করেছিল, যেখানে 'পুষ্পা ২' এখনও ১১৯৬.৩ কোটি টাকা আয় করেছে। দেখার বিষয় এটি 'বাহুবলী ২'-কে ছাড়িয়ে যেতে পারে কি না।