আল্লু অর্জুনের গ্রেফতারি, জামিন নিয়ে বিতর্কের মধ্যেই রমরম করে ব্যবসা চলছে পুষ্পা ২-এর। এই ছবি বক্স অফিসে নতুন নজির গড়ছে।
১৯৮৩ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম হয় আল্লু অর্জুনের। তিনি বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবীর ভাগ্নে। প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে এই অভিনেতা।
আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২ ইতিমধ্যেই বিশ্বজুড়ে হাজার কোটি টাকারও বেশি আয় করে ইতিহাস তৈরি করেছে। বক্স অফিসে অসাধারণ সাফল্য পাচ্ছে এই ছবি।
আল্লু অর্জুন ২০০৩ সালে গঙ্গোত্রী ছবির মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক করেন। যদিও এই ছবি থেকে তিনি তেমন পরিচিতি পাননি।
২০০৪ সালে আল্লু অর্জুনের সুকুমার নামে এক বন্ধুর সাথে দেখা হয়, যিনি তাঁকে আর্য ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। প্রভাস এই ছবিতে অভিনয় করতে রাজি হননি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
আল্লু অর্জুন সব ধরনের ছবিতে অভিনয় করেছেন। রোমান্টিক (Parugu), অ্যাকশন (Pushpa) এবং ড্রামা (Ala Vaikunthapurramuloo) উল্লেখযোগ্য।
আল্লু অর্জুনের হিট ছবির মধ্যে রয়েছে Race Gurram, DJ: Duvvada Jagannadham এবং PUSHPA ফ্র্যাঞ্চাইজি।
আল্লু অর্জুন একজন স্বাভাবিক অভিনেতা হিসেবে পরিচিত। তিনি জাতীয়, ফিল্মফেয়ার এবং নন্দী পুরস্কার পেয়েছেন।
পুষ্পা- দ্য রাইজ আল্লু অর্জুনকে প্যান ইন্ডিয়া তারকা বানিয়েছে। তাঁর অ্যাকশনের পাশাপাশি নৃত্যও দর্শকদের মুগ্ধ করেছে।
পুষ্পা তারকার ২১ টি ছবির মধ্যে ১৭টি হিট। আল্লু অর্জুন এখন বক্স অফিসে হিটের গ্যারান্টি।