Bangla

আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে বিতর্কের মধ্যে রমরম করে চলছে পুষ্পা ২

আল্লু অর্জুনের গ্রেফতারি, জামিন নিয়ে বিতর্কের মধ্যেই রমরম করে ব্যবসা চলছে পুষ্পা ২-এর। এই ছবি বক্স অফিসে নতুন নজির গড়ছে।

Bangla

পরিবারের সদস্যদের দ্বারা অনুপ্রাণিত হয়েই অভিনয়ের জগতে আল্লু অর্জুন

১৯৮৩ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম হয় আল্লু অর্জুনের। তিনি বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবীর ভাগ্নে। প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে এই অভিনেতা।

Image credits: instagram
Bangla

বিশ্বজুড়ে ১,১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে চলেছে পুষ্পা ২ ছবিটি

আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২ ইতিমধ্যেই বিশ্বজুড়ে হাজার কোটি টাকারও বেশি আয় করে ইতিহাস তৈরি করেছে। বক্স অফিসে অসাধারণ সাফল্য পাচ্ছে এই ছবি।

Image credits: instagram
Bangla

২০০৩ সাল থেকে দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন ২০০৩ সালে গঙ্গোত্রী ছবির মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক করেন। যদিও এই ছবি থেকে তিনি তেমন পরিচিতি পাননি।

Image credits: instagram
Bangla

২০০৪ সালে আর্য ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার পরেই তারকা হয়ে ওঠেন আল্লু

২০০৪ সালে আল্লু অর্জুনের সুকুমার নামে এক বন্ধুর সাথে দেখা হয়, যিনি তাঁকে আর্য ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। প্রভাস এই ছবিতে অভিনয় করতে রাজি হননি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Image credits: instagram
Bangla

পুষ্পা ছবিতে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন সব ধরনের ছবিতে অভিনয় করেছেন। রোমান্টিক (Parugu), অ্যাকশন (Pushpa) এবং ড্রামা (Ala Vaikunthapurramuloo) উল্লেখযোগ্য।

Image credits: instagram
Bangla

এই মুহূর্তে নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত আল্লু অর্জুন

আল্লু অর্জুনের হিট ছবির মধ্যে রয়েছে Race Gurram, DJ: Duvvada Jagannadham এবং PUSHPA ফ্র্যাঞ্চাইজি।

Image credits: instagram
Bangla

চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দেশজোড়া খ্যাতির পাশাপাশি পুরস্কারও পেয়েছেন

আল্লু অর্জুন একজন স্বাভাবিক অভিনেতা হিসেবে পরিচিত। তিনি জাতীয়, ফিল্মফেয়ার এবং নন্দী পুরস্কার পেয়েছেন।

Image credits: instagram
Bangla

পুষ্পা সিরিজের প্রথম ছবির মাধ্যমে সারা ভারতে বিখ্যাত হয়ে উঠেছেন আল্লু

পুষ্পা- দ্য রাইজ আল্লু অর্জুনকে প্যান ইন্ডিয়া তারকা বানিয়েছে। তাঁর অ্যাকশনের পাশাপাশি নৃত্যও দর্শকদের মুগ্ধ করেছে।

Image credits: instagram
Bangla

আল্লু অর্জুনের খ্যাতি এমনই পর্যায়ে, তিনি অভিনয় করলেই ছবি হিট হয়ে যায়

পুষ্পা তারকার ২১ টি ছবির মধ্যে ১৭টি হিট। আল্লু অর্জুন এখন বক্স অফিসে হিটের গ্যারান্টি।

Image credits: Social Media

২১ টি ছবি, ১৭ টি হিট, ৬ দিনে ১০০০ কোটি টাকা আয়- দেখে নিন কোন তারকার

প্রেমে পড়লেও বিয়ে পর্যন্ত গড়ায়নি এই ৬ বলিউড অভিনেত্রীর সম্পর্ক

এতদিন কোরিওগ্রাফার ছিলেন, এবার তেলুগু ছবিতে অভিনয় করছেন ধনশ্রী ভার্মা

আমিরের উত্তরাধিকারী: কিভাবে জুনেইদ বলিউডে রাজত্ব করবেন?