Bangla

জেনেলিয়া ও রীতেশের সম্পর্ক

জেনেলিয়া ডিসুজা, মুখ্যমন্ত্রীর ছেলে রীতেশ দেশমুখের সাথে বিয়ে করেছেন। 

Bangla

রীতেশ- জেনেলিয়ার সুন্দর প্রেম কাহিনী

রীতেশ দেশমুখ ১৭ ডিসেম্বর ৪৬তম জন্মদিন উদযাপন করছেন। জেনেলিয়া ডিসুজার সাথে তাঁর প্রেম কাহিনী ফের এল প্রকাশ্যে।

Image credits: SOCIAL MEDIA
Bangla

বন্ধুত্ব থেকে প্রেম

বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। রিতেশের বাবা মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ প্রথমে বিয়েতে রাজি ছিলেন না। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন।

Image credits: Getty
Bangla

ডেট

প্রায় ১০ বছর ধরে জেনেলিয়া ও রীতেশ ডেট করেছিলেন। কিন্তু, তা সকলের থেকে গোপন রাখেন।

Image credits: Getty
Bangla

প্রেম

জেনেলিয়া ও রীতেশের প্রেম শুরু ২০০৩ সালে। তুলে মেরি কশম ছবির সেট থেকে।

Image credits: Getty
Bangla

বিয়ে

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন জেনেলিয়া ও রীতেশ। এখন বলিউডের সেরা জুটি তাঁরা। 

Image credits: Getty
Bangla

সন্তান

জেনেলিয়া ও রীতেশে দুই সন্তান আছে। সুখী দাম্পত্য কটাচ্ছেন তাঁরা। 

Image credits: Getty
Bangla

ছবি

বিয়ের পর সেভাবে কাজ করতে দেখা যায়নি জেনেলিয়াকে। 

Image credits: SOCIAL MEDIA

প্রভাসকে ছাপিয়ে গেলেন আল্লু অর্জুন, হিন্দি ডাবড ছবি হিসেবে সর্বোচ্চ আয়

আলিয়া নাকি করিশ্মা? সাদা শাড়ি লুক কে ছিলেন বেশি সুন্দর?

একটি ছবির ৭টি রিমেক, সব কটা ব্লকবাস্টার! দুর্দান্ত রেকর্ড এই সিনেমার

সত্তরের দশকের নায়িকাদের সন্তানরা বর্তমানে কী করেন? ৫টা জানল অবাক হবেন