জেনেলিয়া ডিসুজা, মুখ্যমন্ত্রীর ছেলে রীতেশ দেশমুখের সাথে বিয়ে করেছেন।
Bollywood Dec 17 2024
Author: Sayanita Chakraborty Image Credits:SOCIAL MEDIA
Bangla
রীতেশ- জেনেলিয়ার সুন্দর প্রেম কাহিনী
রীতেশ দেশমুখ ১৭ ডিসেম্বর ৪৬তম জন্মদিন উদযাপন করছেন। জেনেলিয়া ডিসুজার সাথে তাঁর প্রেম কাহিনী ফের এল প্রকাশ্যে।
Image credits: SOCIAL MEDIA
Bangla
বন্ধুত্ব থেকে প্রেম
বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। রিতেশের বাবা মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ প্রথমে বিয়েতে রাজি ছিলেন না। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন।
Image credits: Getty
Bangla
ডেট
প্রায় ১০ বছর ধরে জেনেলিয়া ও রীতেশ ডেট করেছিলেন। কিন্তু, তা সকলের থেকে গোপন রাখেন।
Image credits: Getty
Bangla
প্রেম
জেনেলিয়া ও রীতেশের প্রেম শুরু ২০০৩ সালে। তুলে মেরি কশম ছবির সেট থেকে।
Image credits: Getty
Bangla
বিয়ে
২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন জেনেলিয়া ও রীতেশ। এখন বলিউডের সেরা জুটি তাঁরা।
Image credits: Getty
Bangla
সন্তান
জেনেলিয়া ও রীতেশে দুই সন্তান আছে। সুখী দাম্পত্য কটাচ্ছেন তাঁরা।