ইদে মুক্তি পেল সিকন্দর। জেনে নিন ছবির আয়
এ.আর. মুরুগাদোস পরিচালিত 'সিকন্দর' মুক্তির প্রথম দিনে ২৬ কোটি টাকা আয় করেছে।
আলি আব্বাস জাফর পরিচালিত 'ভারত' মুক্তির প্রথম দিনে ৪২.৩০ কোটি টাকা আয় করেছিল।
রেমো ডি'সুজা পরিচালিত 'রেস ৩' ছবিতে সলমন খানকে সিকান্দরের ভূমিকায় দেখা গিয়েছিল। ছবিটি প্রথম দিনে ৩৮.১৫ কোটি আয় করে।
সলমন খানের 'সুলতান' ৩৬.৫৪ কোটি আয় করেছিল।
কবির খান পরিচালিত 'এক থা টাইগার' ছবিতে সলমন খানকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটি ৩২.৯৩ কোটি আয় করে।
কবির খান পরিচালিত 'বজরঙ্গি ভাইজান' ছবিতে সলমন খান পবনের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ২৭.২৫ কোটি আয় করে।