Bangla

বলিউড ভাইজান

সলমন খানের নতুন রেকর্ড,আবারও ভাইজান মন জয় করলেন ভক্তদের

Bangla

জনকল্যণমূলক কাজ

জনকল্যাণমূলক কাজের জন্য এমনিতেই আলোচনায় থাকেন সলমন খান। নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অনেকেরই উপকার করেন।

Image credits: instagram
Bangla

এবার উপকারে নিজেই

এবার তিনি উপকার করতে নিজের উদ্যোগেই এগিয়ে গিয়েছিল। ঘটনা ২০১০ সালের। তবে সম্প্রতি প্রকাশ পেয়েছে। যাতে আল্পুত সলমন ভক্তরা।

Image credits: instagram
Bangla

প্রথম বোনম্যারো দান

সলমন খান হলেন ভারতের প্রথম বোনম্যারো ডোনার। ২০১০ সালে ব্লাডক্যান্সারে আক্রান্ত একটি ছোট্ট মেয়েকে বোনম্যারো দান করেন।

Image credits: instagram
Bangla

MDRI বোর্ড সদস্যের দাবি

MDRI বোর্ড সদস্য সুলীন পারেখ সম্প্রতি দাবি করেছেন, সলমন খান নিজেই এগিয়ে এসে পূজা নামে একটি ছোট্ট মেয়েকে নিজের বোনম্যারো দান করেন। যা মেয়েটিকে বাঁচিয়ে দেয়।

Image credits: instagram
Bangla

ভারতের দাতার সংখ্যা

বর্তমানে ভারতে বোনম্যারো দাতার সংখ্যা মাত্র ৫ হাজার। তবে সলমন খানই প্রথম দাতা। তার সঙ্গে ছিলেন আরবাজ। তার বোনম্যারো মেলেনি

Image credits: instagram
Bangla

সুনীল শেঠ্টির দাবি

আগেও সুলীন শেঠ্টি দাবি করেছিলেন সলমন একজন খুব ভাল মানুষ। তিনি নিজের অস্থিমজ্জা দান করে জীবন দিয়েছিলেন এক শিশুকে।

Image credits: instagram
Bangla

বোনম্যারে দানে সমস্যা

সলমন যেই সময় বোনম্যারো দান করেছিল সেই সময় প্রযুক্তি উন্নত ছিল না। প্রচন্ড ব্যাথা হত। সব সহ্য করেই তিনি নিজের অস্থিমজ্জা দিয়েছিলেন।

Image credits: instagram
Bangla

ভাইজানের উদ্যোগ

পূজার যখন বোনম্যারোর প্রয়োজন হয়, তখন পেপারে তা দেওয়া হয়েছিল। সেই দেখে নিজেই এগিয়ে আসেন সলমন খান।

Image credits: instagram
Bangla

শুট্যিং সেরেsa

বোনম্যারো দানের দিন সকাল থেকে শ্যুটিং করেছিলেন। কিন্তু কাউকেই জানতে দেননি তিনি হতে যাচ্ছেন ভারতের প্রথম ডোনার।

Image credits: instagram

বলিউডের সবথেকে ফ্লপ স্টার কিড কে? যাঁর বাবা ও জামাইবাবু সুপারস্টার

এই ৯ ছবি মুক্তির জন্য দিন গুণছে সিনেপ্রেমীরা

অনন্ত আম্বানিকে জড়িয়ে ধরে ছবি তৈমুরের ন্যানির, রইল কারণ

ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের গ্রে ডিভোর্স! জেনে নিন গ্রে ডিভোর্স কী?