সলমন খানের নতুন রেকর্ড,আবারও ভাইজান মন জয় করলেন ভক্তদের
জনকল্যাণমূলক কাজের জন্য এমনিতেই আলোচনায় থাকেন সলমন খান। নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অনেকেরই উপকার করেন।
এবার তিনি উপকার করতে নিজের উদ্যোগেই এগিয়ে গিয়েছিল। ঘটনা ২০১০ সালের। তবে সম্প্রতি প্রকাশ পেয়েছে। যাতে আল্পুত সলমন ভক্তরা।
সলমন খান হলেন ভারতের প্রথম বোনম্যারো ডোনার। ২০১০ সালে ব্লাডক্যান্সারে আক্রান্ত একটি ছোট্ট মেয়েকে বোনম্যারো দান করেন।
MDRI বোর্ড সদস্য সুলীন পারেখ সম্প্রতি দাবি করেছেন, সলমন খান নিজেই এগিয়ে এসে পূজা নামে একটি ছোট্ট মেয়েকে নিজের বোনম্যারো দান করেন। যা মেয়েটিকে বাঁচিয়ে দেয়।
বর্তমানে ভারতে বোনম্যারো দাতার সংখ্যা মাত্র ৫ হাজার। তবে সলমন খানই প্রথম দাতা। তার সঙ্গে ছিলেন আরবাজ। তার বোনম্যারো মেলেনি
আগেও সুলীন শেঠ্টি দাবি করেছিলেন সলমন একজন খুব ভাল মানুষ। তিনি নিজের অস্থিমজ্জা দান করে জীবন দিয়েছিলেন এক শিশুকে।
সলমন যেই সময় বোনম্যারো দান করেছিল সেই সময় প্রযুক্তি উন্নত ছিল না। প্রচন্ড ব্যাথা হত। সব সহ্য করেই তিনি নিজের অস্থিমজ্জা দিয়েছিলেন।
পূজার যখন বোনম্যারোর প্রয়োজন হয়, তখন পেপারে তা দেওয়া হয়েছিল। সেই দেখে নিজেই এগিয়ে আসেন সলমন খান।
বোনম্যারো দানের দিন সকাল থেকে শ্যুটিং করেছিলেন। কিন্তু কাউকেই জানতে দেননি তিনি হতে যাচ্ছেন ভারতের প্রথম ডোনার।