Bangla

আমির খান

২০১৭ সালে সিক্রেট সুপারস্টার শেষ হিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। এরপর সেভাবে হিট করেনি তাঁর ছবি। 

Bangla

অক্ষয় কুমার

২০২১ সালে সূর্যবংশীর পর আর সেভাবে ব্যবসা করেনি অক্ষয়ের ছবি। 

Image credits: instagram
Bangla

সলমন খান

২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কে বাদ ছবির পর আর সেভাবে সফল হয়নি সলমন অভিনীত ছবি। 

Image credits: instagram
Bangla

রণবীর সিং

২০১৯ সালের গল্লি বয় ছবির পর সেভাবে হিট করেনি রণবীর সিং-র ছবি। 

Image credits: instagram
Bangla

টাইগার স্রফ

তালিকায় আছে টাইগার। ২০১৮ সালে ওয়্যার ছবির পর সেভাবে সাফল্যের মুখ দেখেননি। 

Image credits: instagram
Bangla

প্রভাস

বাহুবলি ২ ছবি প্রভাস অভিনীত শেষ হিট ছবি। 

Image credits: instagram
Bangla

অর্জুন কাপুর

২০১৯ সালে মুক্তি পাওয়া পানিপথ ছবির পর এখনও কোনও হিট ছবি দিতে পারেননি অর্জুন। 

Image credits: instagram
Bangla

সইফ আলি খান

২০১৩ সালে তানহাজি ছবির পর সেভাবে হিট করেনি সইফ অভিনীত ছবি। 

Image credits: instagram
Bangla

আয়ুষ্মান খুরানা

২০১৯ সালে মুক্তি পাওয়া বালা ছবির পর সেভাবে সাফল্যের মুখ দেখেননি আয়ুষ্মান।

Image credits: instagram
Bangla

রাজকুমার রাও

বধাই দো ছবির পর সাফল্যের মুখ দেখেননি রাজকুমার রাও। 

Image credits: instagram

অনন্যার আগে এই কয় নায়িকার প্রেমে মজেছিলেন আদিত্য রায় কাপুর, দেখে নিন

১১ বছর বয়সে OTT মাত করলেন শ্রীনিক আরোরা, চিনে নিন এই চাইল্ড আর্টিস্টকে

সলমন থেকে প্রভাস- দেখে নিন বলিউডের Most Eligible Bachelors কারা

ছোট বয়সে কেমন ছিলেন প্রিয়াঙ্কা? রইল নায়িকার বেশ কিছু অদেখা ছবি