Bangla

বলিউড অভিনেতার প্রেমে পড়েছেন সারা?

বেশকিছু দিন আগেই ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে প্রেমের গুজব শোনা গিয়েছিল। তবে সে সব অতীত। নতুন করে কাকে মন দিলেন সারা? 

Bangla

গোপনে প্রেম করছেন সারা

সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকার বর্তমানে আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। তাঁকে নিয়ে একটি বড় খবর প্রকাশিত হয়েছে।

Image credits: Own Instagram
Bangla

সম্পর্ক নিয়ে গুঞ্জন

সারা তেন্ডুলকার প্রায়ই সম্পর্কের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন। এরই মধ্যে এই বিষয়ে একটি নতুন মোড় নিয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি আবার প্রেম করছেন। 

Image credits: Own Instagram
Bangla

বলিউড অভিনেতার সঙ্গে প্রেম

সারার নাম এখন বলিউডের বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাঁদের নিয়ে গুঞ্জন উঠেছে যে তারা একে অপরকে ডেট করছেন।

Image credits: Own Instagram
Bangla

সত্যিটা কী?

তবে সিদ্ধান্ত এবং সারার মধ্যে সম্পর্কের কোনও প্রকাশ্য তথ্য নেই। এখনও পর্যন্ত উভয়ের পক্ষ থেকে সম্পর্কের কোনও নিশ্চিত করা হয়নি।

Image credits: Own Instagram
Bangla

একই সঙ্গে সারা-সিদ্ধান্ত

ফিল্মফেয়ার অনুসারে, সারা এবং সিদ্ধান্তকে অনেক বার একসঙ্গে দেখা গিয়েছে। এরপরই তাঁদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়ে ওঠে বি-টাউনে। 

Image credits: Own Instagram
Bangla

শুধুই বন্ধুত্বের সম্পর্ক!

অনেক প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত এবং সারার বন্ধুত্ব এখনও নতুন। তবে তাদের মধ্যে রসায়ন আছে। মনে হচ্ছে তারা একে অপরকে ডেটিং করছেন। 

Image credits: Own Instagram
Bangla

গিলের সঙ্গে প্রেমের জল্পনা!

সারা তেন্ডুলকারের নাম আগে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও জড়িয়েছিল। তাদের মধ্যে গুঞ্জন তৈরি হলেও সেই সম্পর্কের কোনও নিশ্চিত আভাস পাওয়া যায়নি। 

Image credits: Own Instagram

Waves Summit 2025: সালোয়ারে নজর কাড়লেন বলিতারকারা, রইল ঝলক

ঐশ্বর্য রাই বচ্চনের এই ৮ টি মোটিভেশনাল উক্তি আপনাকে অনুপ্রেরণা জোগাবে

সারা-ইব্রাহিমের রাজকীয় পোশাক, চাইলে অনুষ্ঠানে পরতে পরেন আপনিও

Anushka Sharma B'day: জন্মদিনে কী করছেন অনুস্কা? দেখুন ছবিতে