নাইট ম্যানেজার ওয়েব সিরিজে সকলের নজর কেড়েছে শোভিতা ধূলিপালা।
নাইট ম্যানেজার ২-তেও তাঁর অভিনয়ে মুগ্ধ হন সকলে।
সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর অভিনীত মেড ইন হেভেন ২-র ট্রেলার।
অভিনয় ছাড়াও শোভিতা ধূলিপালা-র রূপের জাদুতে মুগ্ধ হন সকলে।
শোভিতা ধূলিপালার মতো সুন্দর ত্বক পেতে মেনে চলুন তাঁরই বিউটি সিক্রেট।
বেসন ও দুধ দিয়ে ফেসপ্যাক বানান। এটি নিয়মিত ব্যবহারে ত্বকে আসবে জেল্লা।
ফলের ফেসপ্যাক ব্যবহার করেন। পেঁপে অথবা টমেটো দিয়ে প্যাক বানিয়ে ব্যবহারেও মিলবে উপকার।
ত্বকের মরা চামড়া দূর করতে দুধ ব্যবহার করুন। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড। যা উপকারী।
তুলোয় করে দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এটি ত্বকের প্রাকৃতিক ময়েশ্চরাইজারের কাজ করবে।
বেসন, দই, হলুদ ও মধু দিয়ে প্যাক ব্যবহারেও মিলবে শোভিতা ধূলিপালার উজ্জ্বল ত্বক।
Hit Films: দেখে নিন কোন তারকার কেরিয়ারে আছে কয়টি হিট ছবি
জন্মবার্ষিকীতে রসিক কিশোর কুমারের কিছু গল্পের স্মৃতিচারণা
OMG 2 ছাড়াও এই কয়টি ছবিতে দেখা গিয়েছিল ভগবান শিবের মহিমা, দেখে নিন
বাহুবলি থেকে KGF 2- এই ১০টি সিক্যুয়েল ছবিটি আয় গড়েছে রেকর্ড, দেখে নিন