জানা গিয়েছে, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকার সঙ্গে ছবিতে দেখা যাবে কমল হাসানকে।
শোনা যাচ্ছে, প্রোজেক্ট কে ছবির জন্য প্রভাস নিচ্ছেন ১৫০ কোটি টাকা।
শোনা যাচ্ছে, প্রোজেক্ট কে ছবির জন্য কমল হাসান নিচ্ছেন ২০ কোটি টাকা।
শোনা যাচ্ছে, প্রোজেক্ট কে ছবির জন্য অমিতাভ বচ্চন নিচ্ছেন ১০ কোটি টাকা।
ইতিমধ্যে ছবির ৭০ শতাংশ কাজ শেষ। শুধু মাত্র অমিতাভ বচ্চন ও দীপিকার কিছু দৃশ্যের শ্যুটিং বাকি আছে।
শোনা যাচ্ছে, প্রোজেক্ট কে ছবির জন্য দিশা পাটানি নিচ্ছেন ১০ কোটি টাকা।
শোনা যাচ্ছে, প্রোজেক্ট কে ছবির জন্য দীপিকা পাড়ুকোণ নেবেন ১০ কোটি টাকা।
প্রোজেক্ট কে ছবি তৈরিতে ব্যয় করা হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা।
সাইন্স ফিকশন এই ছবি পরিচালনা করছেন নাগ অশ্বিন।
ছবিতে ৩৮ বছর পর স্ক্রিন শেয়ার করবেন কমল হাসান ও অমিতাভ বচ্চন।
শীঘ্রই বলিউডে ডেবিউ করবে এই আট Star Kids, দেখে নিন তালিকায় কে কে আছেন
Karan- Drisha wedding: রইল করণ-দৃশার বিয়ের কিছু অদেখা ছবি
হেভিওয়েট স্টার থাকা সত্ত্বেও ফ্লপ করেছে এই ছবিগুলো, রইল তালিকা
Rocky Aur Rani Ki Prem Kahani: দেখে নিন কোন তারকা কত পারিশ্রমিক নিলেন