Bangla

কেরিয়ার শুরু

২০০০ সালে কেরিয়ার শুরু করেন করিনা কাপুর খান। ছবির নাম রিফিউজি। ছবিটি ব্যর্থ হয় বক্স অফিসে।

Bangla

ফ্লপ ছবি

তলাশ, চামেলি, ইউভা, হিরোইন- তার কেরিয়ারের ফ্লপ ছবি।

Image credits: Instagram
Bangla

সুপার স্টার

২৩ বছরের কেরিয়ারে একাধিক সুপার স্টারের সঙ্গে কাজ করেন করিনা।

Image credits: Instagram
Bangla

ফ্লপ ছবি

ফিদা, দেব, লক কার্গিল থেকে প্রেম কি দিওয়ানি হু-র মতো ছবিও ফ্লপ করে।

Image credits: Instagram
Bangla

হিট ছবির তালিকা

বজরঙ্গী ভাইজান, বডিগার্ড, ৩ ইডিয়েট, কভি খুশি কভি গম- হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

Image credits: Instagram
Bangla

হিট ছবি

তাঁর কেরিয়ারের হিট ছবি হল যব উই মেট।

Image credits: Instagram
Bangla

ছবি নির্বাচন

বিয়ের পর থেকে কেরিয়ার নিয়ে চুজি হয়ে গিয়েছেন করিনা। এখন ছবি নির্বাচন করেন ভাবনা চিন্তা করে।

Image credits: Instagram
Bangla

ওটিট

সদ্য ওটিটি-তে পা দিয়েছেন নায়িকা। মুক্তি পেয়েছে জানে জান।

Image credits: Instagram

শাহরুখ থেকে রজনীকান্ত- পর্দায় গ্যাংস্টার হিসেবে দেখা গিয়েছে এই তারকাকে

এই নয়টি ছবি নির্মাণে অধিক ব্যয় হলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছে ছবিগুলো

পোশাকের রং থেকে ডেকরেশন- রইল পরিণীতি-রাঘবের বিয়ের খুঁটিনাটি

ক্যাটরিনা থেকে সানি- এই আট বলিউড নায়িকা সঠিক ভাবে হিন্দি বলতে পারেন না