তালিকায় আছেন জেরি সিনফেল্ড (Jerry sinfield)। তার ৯৫০ মিলিয়ন মূল্যের সম্পত্তি আছে। যা ভারতীয় মুদ্রায় ৭৮৩৪ কোটি টাকা।
বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা হলেন টাইলার পেরি (Tyler Parry)। তাঁর সম্পত্তির মূল্য ৮০০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৬৫৯৭ কোটি টাকা।
তৃতীয় স্থানে আছেন হলিউড অভিনেতা ডোয়েন জনসন (Dwayne Johnson)। তাঁর সম্পত্তির মূল্যও প্রায় ৮০০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৬৫৯৭ কোটি টাকা।
ধনী তারকার তালিকার চতুর্থ স্থানে আছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর সম্পত্তির মূল্য ৭৩০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৬০২০ কোটি টাকা।
ধনী তারকার তালিকার পঞ্চম স্থানে আছেন টম ক্রজ (Tom Cruise)। তাঁর সম্পত্তির মূল্য ৬২০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৫১১৩ কোটি টাকা।
ধনী তারকার তালিকার ষষ্ঠ স্থানে আছেন জর্জ ক্লুনি (George Clooney)। তাঁর সম্পত্তির মূল্য ৫০০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৪১২৩ কোটি টাকা।
ধনী তারকার তালিকার সপ্তম স্থানে আছেন রবার্ট ডি নিরো (Robert De Niro) । তাঁর সম্পত্তির মূল্য ৫০০ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় ৪১২৩ কোটি টাকা।
মধু মন্তেনার বিয়েতে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন 'অনিতা ভাবী', রইল তারই ঝলক
Mika Singh: গায়কের জন্মদিনে রইল তাঁর গাওয়ার কয়টি হিট গানের কথা
৪৭-এও আকর্ষণীয় নায়িকা, জন্মদিনে রইল আমিশা পটেলের ১০টি হট ছবি