ছোট পর্দার বেশ পরিচিত মুখ সৌম্য ট্যান্ডন। ছোট পর্দা ছাড়াও কাজ করেছেন বড় পর্দাতেও।
বিভিন্ন রিয়েলিটি শো-র গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সৌম্য ট্যান্ডন।
তাঁর অভিনীত ‘ভাবিজী ঘর পর হ্যায়’ সিরিয়ালটি বেশ হিট। সিরিয়ালে অনিতা ভাবীর চরিত্রে দেখা যেত তাঁকে।
সদ্য ছুটির মেজাজে দেখা গেল সৌম্য ট্যান্ডনকে। ছবি পোস্ট করে লিখলেন বিচ মুড।
গোলাপী রঙের খোলমেলা পোশাকে দেখা দিলেন সৌম্য ট্যান্ডন।
নিজের বোল্ড লুকের সেই সকল ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে তাঁকে দেখা গিয়েছে টুপিস পোশাকে। যেখানে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে।
সবুজ প্রকৃতির মাঝে সৌম্য ট্যান্ডনের এমন আকর্ষণীয় লুক নজর কেড়েছে সকলের।
প্রায়শই ফোটোশ্যুট করিয়ে খবরে আছেন ভাবিজী। তাঁর আকর্ষণীয় চেহারা নজর কাড়ে সকলের।
বর্তমানে ছুটির মেজাজে দেখা গেল অনিতা ভাবিকে।
Mika Singh: গায়কের জন্মদিনে রইল তাঁর গাওয়ার কয়টি হিট গানের কথা
৪৭-এও আকর্ষণীয় নায়িকা, জন্মদিনে রইল আমিশা পটেলের ১০টি হট ছবি
Sonnalli Seygall: খোলামেলা পোশাকে বহুবার ধরা দিয়েছেন সোনালী, রইল ছবি
২ লক্ষের হ্যান্ডব্যাগ নিয়ে হাজির কিয়ারা, নায়িকা শখ কাড়ল লাইমলাইট