Bangla

আসছে নতুন সদস্য

সোনালী রঙের পোশাকে প্রেগনেন্সি ফোটোশ্যুট করলেন শোল্কা। আসছে পরিবারে নতুন সদস্য। 

Bangla

সোনালী পোশাকে শ্লোকা

দ্বিতীবার মা হচ্ছেন শ্লোকা। ফের খুশির হাওয়া আম্বানি পরিবারে। 

Image credits: instagram
Bangla

হালকা মেকআপ আর সোনালী গাউন

সদ্য সোনালী ডিজাইনার গাউনে ধরা দিলেন শ্লোকা। কানে ছিল হিরের ঝুমকা। 

Image credits: instargram
Bangla

প্রেগনেন্সি ফোটোশ্যুট

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন আম্বানী বউ। মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানে দিলেন সুখবর। 

Image credits: instagram
Bangla

আম্বানি পরিবার

২০১৯ সালে শ্লোকা ও আকাশ বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজকীয় বিয়ের সাক্ষ্মী হয়েছিল মুম্বই শহর।  

Image credits: instagram
Bangla

ডিজাইনার পোশাক আর হিরের গয়না

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের স্বামী ও পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন শ্লোকা। তারপরই জানান সুখবর। 

Image credits: instagram
Bangla

আসছে নতুন সদস্য

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের গর্ভবতী অবস্থার ছবি। সঙ্গে ক্যাপশনে লেখেন সুখবর। একদিকে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন অন্যদিকে নতুন সদস্যের আগমন। 

Image credits: instagram
Bangla

আম্বানি পরিবারের শুভ সময়

আম্বানী পরিবারে চলছে শুভ সময়। আনন্দ আম্বানির বিয়ে, নতুন সংস্কৃতি মঞ্চ উদ্বোধন আবার পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আনন্দেই কাটছে সময়। 

Image credits: instagram
Bangla

দ্বিতীয়বার মা হচ্ছেন

৩২ বছর বয়সী শ্লোকা দ্বিতীয়বার মা হচ্ছেন। একটি ছেলে রয়েছে তাঁদের। এদিন সোনালী পোশাকে সকলকে চমক দিয়েছেন শ্লোকা মেহেতা আম্বানী। 

Image credits: instagram
Bangla

NMACC উদ্বোধন

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন এমন সোনালী শাড়িতে উপস্থিত হন শ্লোকা। 

Image credits: Social Media

সোনালী পোশাকে উর্বশীর হট লুক ঘুম কাড়ল ভক্তদের

NMACC Day 2: দেখে নিন দ্বিতীয় দিন কেমন সাজে উপস্থিত হন তারকারা

NMCC Event: অম্বানির অনুষ্ঠানে তারকা মায়েদের সঙ্গে মেয়েদের মেলবন্ধন

বিরাট-অনুষ্কার এমন ছবি যা প্রমাণ করে এই দম্পতির সম্পর্কের মাধুর্য