২০১৯ সালে শ্লোকা ও আকাশ বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজকীয় বিয়ের সাক্ষ্মী হয়েছিল মুম্বই শহর।
Image credits: instagram
Bangla
ডিজাইনার পোশাক আর হিরের গয়না
মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের স্বামী ও পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন শ্লোকা। তারপরই জানান সুখবর।
Image credits: instagram
Bangla
আসছে নতুন সদস্য
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের গর্ভবতী অবস্থার ছবি। সঙ্গে ক্যাপশনে লেখেন সুখবর। একদিকে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন অন্যদিকে নতুন সদস্যের আগমন।
Image credits: instagram
Bangla
আম্বানি পরিবারের শুভ সময়
আম্বানী পরিবারে চলছে শুভ সময়। আনন্দ আম্বানির বিয়ে, নতুন সংস্কৃতি মঞ্চ উদ্বোধন আবার পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আনন্দেই কাটছে সময়।
Image credits: instagram
Bangla
দ্বিতীয়বার মা হচ্ছেন
৩২ বছর বয়সী শ্লোকা দ্বিতীয়বার মা হচ্ছেন। একটি ছেলে রয়েছে তাঁদের। এদিন সোনালী পোশাকে সকলকে চমক দিয়েছেন শ্লোকা মেহেতা আম্বানী।
Image credits: instagram
Bangla
NMACC উদ্বোধন
মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন এমন সোনালী শাড়িতে উপস্থিত হন শ্লোকা।