আসছে নতুন সদস্য
Bangla

আসছে নতুন সদস্য

সোনালী রঙের পোশাকে প্রেগনেন্সি ফোটোশ্যুট করলেন শোল্কা। আসছে পরিবারে নতুন সদস্য। 

সোনালী পোশাকে শ্লোকা
Bangla

সোনালী পোশাকে শ্লোকা

দ্বিতীবার মা হচ্ছেন শ্লোকা। ফের খুশির হাওয়া আম্বানি পরিবারে। 

Image credits: instagram
হালকা মেকআপ আর সোনালী গাউন
Bangla

হালকা মেকআপ আর সোনালী গাউন

সদ্য সোনালী ডিজাইনার গাউনে ধরা দিলেন শ্লোকা। কানে ছিল হিরের ঝুমকা। 

Image credits: instargram
প্রেগনেন্সি ফোটোশ্যুট
Bangla

প্রেগনেন্সি ফোটোশ্যুট

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন আম্বানী বউ। মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানে দিলেন সুখবর। 

Image credits: instagram
Bangla

আম্বানি পরিবার

২০১৯ সালে শ্লোকা ও আকাশ বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজকীয় বিয়ের সাক্ষ্মী হয়েছিল মুম্বই শহর।  

Image credits: instagram
Bangla

ডিজাইনার পোশাক আর হিরের গয়না

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের স্বামী ও পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন শ্লোকা। তারপরই জানান সুখবর। 

Image credits: instagram
Bangla

আসছে নতুন সদস্য

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের গর্ভবতী অবস্থার ছবি। সঙ্গে ক্যাপশনে লেখেন সুখবর। একদিকে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন অন্যদিকে নতুন সদস্যের আগমন। 

Image credits: instagram
Bangla

আম্বানি পরিবারের শুভ সময়

আম্বানী পরিবারে চলছে শুভ সময়। আনন্দ আম্বানির বিয়ে, নতুন সংস্কৃতি মঞ্চ উদ্বোধন আবার পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আনন্দেই কাটছে সময়। 

Image credits: instagram
Bangla

দ্বিতীয়বার মা হচ্ছেন

৩২ বছর বয়সী শ্লোকা দ্বিতীয়বার মা হচ্ছেন। একটি ছেলে রয়েছে তাঁদের। এদিন সোনালী পোশাকে সকলকে চমক দিয়েছেন শ্লোকা মেহেতা আম্বানী। 

Image credits: instagram
Bangla

NMACC উদ্বোধন

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন এমন সোনালী শাড়িতে উপস্থিত হন শ্লোকা। 

Image credits: Social Media

সোনালী পোশাকে উর্বশীর হট লুক ঘুম কাড়ল ভক্তদের

NMACC Day 2: দেখে নিন দ্বিতীয় দিন কেমন সাজে উপস্থিত হন তারকারা

NMCC Event: অম্বানির অনুষ্ঠানে তারকা মায়েদের সঙ্গে মেয়েদের মেলবন্ধন

বিরাট-অনুষ্কার এমন ছবি যা প্রমাণ করে এই দম্পতির সম্পর্কের মাধুর্য