Bangla

সোনালী আভা

সদ্য ভাইরাল হয়েছে উর্বশী রাউতেলার কয়টি ছবি। ছবিতে সেক্সি পোজে দেখা যাচ্ছে নায়িকাকে।

Bangla

উর্বশীর চমক

সোনালী রঙের গাউনে ধরা দিয়েছেন নায়িকা। যে দেখে এক প্রকার ভিরমি খেয়েছেন দর্শকেরা।

Image credits: instagram
Bangla

মেকআপ

সোনালী রঙের পোশাকের সঙ্গে গাঢ় মেকআপে নজর কেড়েছেন তিনি। চোখে সোনালী শ্যাডো আর ঠোঁটে লাল লিপস্টিকে দেখা দিয়েছে।

Image credits: instagram
Bangla

আকর্ষণীয় লুক

ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে। ছবিতে উর্বশীর এক্সপ্রেশন নজর কেড়েছে।

Image credits: instagram
Bangla

জুয়েলারি

এর সঙ্গে ম্যাচিং জুয়েলারি আরও আকর্ষণীয় করে তুলেছে উবর্শীর লুক।

Image credits: instagram
Bangla

জুতো

সোনালী পোশাকের সঙ্গে পরেছেন সোনালী রঙের জুতো। সব মিলিয়ে উর্বশীর সোনালী আভা বেশ আকর্ষণীয়।

Image credits: instagram

NMACC Day 2: দেখে নিন দ্বিতীয় দিন কেমন সাজে উপস্থিত হন তারকারা

NMCC Event: অম্বানির অনুষ্ঠানে তারকা মায়েদের সঙ্গে মেয়েদের মেলবন্ধন

বিরাট-অনুষ্কার এমন ছবি যা প্রমাণ করে এই দম্পতির সম্পর্কের মাধুর্য

সংস্কৃতি চর্চা কেন্দ্র খুললেন নীতা- মুকেশ আম্বানি, উপস্থিত তামাম বলিউড