৩৯-এ পা দিলেন ভারতী। ভক্তদের শুভেচ্ছায় ভরে গিয়েছে কমেডি ক্যুইন ভারতীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
২০০৮ সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ দিয়ে কেরিয়ার শুরু করেন ভারতী।
২০০৯ থেকে ২০১০ পর্যন্ত কমেডি সার্কাসের ৪টে ভিন্ন সংস্করণে অংশ নিয়েছিলেন ভারতী।
শো-র মঞ্চেই হর্ষের সঙ্গে আলাপা। নিজের থেকে বয়সে ছোট হর্ষের সঙ্গে দীর্ঘদিন ডেটিং করতেন।
২০১৭ সালে ডেস্টিনেশন ওয়েডিং করে হর্ষকের বিয়ে করেন ভারতী।
একবার ওজন কমিয়েও খবরে এসেছিলেন কমেডি কুইন ভারতী সিং।
অন্তঃসত্ত্বা হওয়ার আগে ১০ মাসে ১৫ কেজি কমান ভারতী।
লকডাউনের সময় ৯১ কেজি থেকে হয়েছিলেন ৭৬ কেজি।
এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেমন ১৫-১৬ ঘন্টা উপোস করে ওজন কমিয়েছিলেন ভারতী সিং।
আজ ৩৯-এ পা দিলেন ভারতী। তাঁর জন্মদিনে রইল অসংখ্য শুভেচ্ছা।
সলমন থেকে কঙ্গনা- হেভিওয়েট তারকাদের এই ১০ ছবি মুক্তি পাবে আগামী ৬ মাসে
হাতে রয়েছে নতুন ১০টি ছবি, জেনে নিন কোন কোন ছবিতে দেখা যাবে অক্ষয়কে
দেখে নিন কার্তিক আরিয়ান অভিনীত কোন ছবি প্রথম দিনে কত আয় করেছে
The Night Manager 2: দ্য নাইট ম্যানেজার ২-এর প্রিমিয়ারে চাঁদের হাট