২০২৩ সালেই মুক্তি পেতে পারে ওএমজি ২। ছবির প্রধান চরিত্রে দেখা য়াবে অক্ষয়কে।
জসওয়ান্ত সিং গিল-র চরিত্রে দ্য গ্রেট ইন্ডিয়া রেসকিউ অভিনয় করবেন অক্ষয়।
অক্ষয়ের হাতে রয়েছে বরে মিঞা ছোটে মিয়া ছবিটি।
তৈরি হবে জলি এলএলবি ৩। ছবিতে আরশদ ওয়ার্সির সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়।
শোনা যাচ্ছে সিংঘম ৩ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।
মারাঠি ছবি বেদত মারাঠে বীর দাউদলে সাত -তে ছত্রপতী শিবাজীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
তৈরি হবে হাউসফুল ৫। ছবির প্রধান চরিত্রে থাকবেন তিনি। আগামী বছর মুক্তি পাবেন ছবিটি।
হেরা ফিরি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি হেরা ফিরি ৩-তে দেখা যাবে অক্ষয়কে।
তামিল ছবি সোরারাই পোক্র-র হিন্দি রিমেক ছবিতে থাকছেন অক্ষয়।
ওটিটি-তে আসছে খেল খেল মে। বানি কাপুর ও তাপসী পান্নুর সঙ্গে কাজ করবেন অক্ষয়।
দেখে নিন কার্তিক আরিয়ান অভিনীত কোন ছবি প্রথম দিনে কত আয় করেছে
The Night Manager 2: দ্য নাইট ম্যানেজার ২-এর প্রিমিয়ারে চাঁদের হাট
নেটপাড়ায় উষ্ণতা ছাড়াচ্ছেন জাহ্নবী, নজর কাড়লেন গোল্ডেন শিমারি গাউনে
আসিন ছাড়াও এই ১০ তারকার ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়