Bangla

মণিপুরী মেয়ে লিনা

মণিপুরী মেয়ে লিনা লাইসরামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা। দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি। 

Bangla

বিয়ের ছবি

মণিপুরী স্টাইলে বিয়ে করলেন লিনা লাইসরাম ও রণদীপ হুডা মুম্বই থেকে সোজা উড়ে গেলেন মনিপুরে। সেখানে সব রকম রীতি মেনে বিয়ে করেন তাঁরা।  

Image credits: Instagram
Bangla

বিয়ের সাজ

বিয়েতে সাদা রঙের পোশাক পরেন রণদীপ। মাথায় সাদা পাগড়ি,  পরনে সাদা পোশাক। পুরো অনুষ্ঠান ছিল রূপকথার মতো।  

Image credits: Instagram
Bangla

দীর্ঘদিনের প্রেম

দীর্ঘদিনের প্রেম পরিণতি পেল। বলিউডে একাধিক কাজ করেছেন লিনা লাইসরাম। মডেল হিসেবে তিনি বেশ খ্যাত।

Image credits: Instagram
Bangla

লিনা লাইসরাম সাজ

লিনা লাইসরাম সাজেন মনিপুরী স্টাইলে। সবুজ হলুদের কম্বিনেশনের পোশাক পরতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিল সোনার গয়না। সোনার মুকুট থেকে টিকলি,  একেবারে ভিন্ন সাজে দেখা যায় লিনাকে। 

Image credits: Instagram
Bangla

মেইতি মতে বিয়ে

বুধবার মণিপুরের ইম্ফলে মেইতি মতে বিয়ে করেন রণদীপ হুডা ও লিনা লাইসরাম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন অভিনেতা। 

Image credits: Instagram
Bangla

শন্নাপুঙ্গ রিসর্ট

৪৭ বছর বয়সী রণদীপ বিয়ে করেন মণিপুরের শন্নাপুঙ্গ রিসর্টে। ছবির শেয়ার করে লেখেন, আজ থেকে আমরা এক হলাম।

Image credits: Randeep Hooda fb

সুস্মিতা থেকে লিন লাইশরাম- একাধিক প্রেম এসেছে রণদীপ হুডার জীবনে

হে রাম থেকে পাঠান- এই আট ছবিতে মুসলিম ব্যক্তির চরিত্রে দেখা দেন শাহরুখ

কাজল থেকে আলিয়া- Deepfake-র শিকার হয়েছেন এই সকল ছয় নায়িকা

জেনে নিন 'অ্যানিমেল' ছবিতে অভিনয়ের জন্য কোন তারকা নিলেন কত কোটি