Bangla

রণদীপ হুডা

মুম্বই থেকে সোজা মণিপুর। সেখানে বিয়ে করতে চলেছেন রণদীপ হুডা। এক সময় একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। রইল প্রেমিকার তালিকা। 

Bangla

সুস্মিতা সেন

সুস্মিতা সেনের সঙ্গে নাম জড়িয়েছিল রণদীপ হুডা। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। 

Image credits: Social Media
Bangla

নীতু চন্দ্রা

সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের পর নীতু চন্দ্রার সঙ্গে সম্পর্কে জড়ান রণদীপ হুডা। কিন্তু সে প্রেমও বেশিদিন টেকেনি। 

Image credits: Social Media
Bangla

অদিতি রাও হায়দরি

রণদীপ হুডার সঙ্গে সম্পর্কে ছিলেন অদিতি রাও হায়দরি। দীর্ঘদিন শোনা গিয়েছে অদিতি ও রণদীপের প্রেমের কথা।  

Image credits: Social Media
Bangla

লিন লাইশরাম

বর্তমানে লিন লাইশরামের সঙ্গে রয়েছেন রণদীপ হুডা। মণিপুর স্টাইলে বিয়ে করছেন তাঁরা। বুধবার মণিপুরের কন্যার সঙ্গে বিয়ে করছেন রণদীপ হুডা। 

Image credits: Social Media
Bangla

বিয়ের আসর

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতের অনুষ্ঠানের ছবি। সেখানে লাল মণিপুরী পোশাকে দেখা গিয়েছে রণদীপ হুডাকে। 

Image credits: Social Media
Bangla

লিন লাইশরামের কেরিয়ার

বলিউডে কাজ করেন লিন লাইশরাম। মডেল হিসেবে বেশ খ্যাত তিনি। তাঁর সঙ্গে বুধবার বাঁধা পড়বেন রণদীপ হুডা। 

Image credits: Social Media
Bangla

ছবিতে কাজ

লিন লাইশরামকে দেখা গিয়েছে ওম শান্তি ওম ছবিতে। মেরি কম, রঙ্গুন-র মতো ছবিতেও কাজ করেছেন এই মণিপুরী কন্যা। 

Image credits: Social Media

হে রাম থেকে পাঠান- এই আট ছবিতে মুসলিম ব্যক্তির চরিত্রে দেখা দেন শাহরুখ

কাজল থেকে আলিয়া- Deepfake-র শিকার হয়েছেন এই সকল ছয় নায়িকা

জেনে নিন 'অ্যানিমেল' ছবিতে অভিনয়ের জন্য কোন তারকা নিলেন কত কোটি

ডানকি থেকে সুলতান-এই আট ছবিতে কুস্তির দৃশ্য নজর কেড়েছে সিনে প্রেমীদের