Bangla

সাদা শাড়িতে সারা

কান চলচ্চিত্র উৎসবে তারকাদের সাজপোশাক সব সময় উঠে আসে খবরে। এবার উৎসবে সকলের নজর কাড়লেন সারা।

Bangla

ফিল্ম ফেস্টে সারা

৭৬ তম চলচ্চিত্র উৎসবে এই প্রথম দেখা গেল অমৃতা কন্যাকে। উৎসবে দ্বিতীয় দিনে সাদা রঙের শাড়িতে দেখা গেল সারাকে।

Image credits: Instagram
Bangla

সারা আলির সাদা শাড়ি লুক

সারা শাড়ি ও সাদা-কালো চেক প্রিন্টেড টপে হাজির হলেন সারা।

Image credits: Instagram
Bangla

সাদা শাড়ি

একেবারে নতুন স্টাইলে শাড়ি পরতে দেখা গেল সারা আলি খানকে। 

Image credits: Instagram
Bangla

রেক কার্পেটে সারা

সিঁড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিলেন সারা আলি খান। 

Image credits: Instagram
Bangla

শাড়িতে অমৃতা কন্যা

সবুজ ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন সারা আলি খান। 

Image credits: Instagram
Bangla

কান ফিল্ম ফেস্টভ্যাল

শাড়ির সঙ্গে ম্যাচিং করে হার পরেছিলেন সারা। 

Image credits: Instagram
Bangla

সারার লুক

এদিন সাজের সঙ্গে চুলের স্টাইল ছিল একেবারে ভিন্ন রকম।   

Image credits: Instagram
Bangla

ভাইরাল নায়িকার লুক

আবু জনি সন্দীপ খোসলার পোশাকে কান ফিল্ম ফেস্টি সেজেছিলেন সারা আলি খান। 

Image credits: Instagram
Bangla

কান ফিল্ম ফেস্টভ্যাল

অফ হোয়াইট রঙের পোশাকে নজর কাড়লেন নায়িকা। সাদা লেহেঙ্গায় সকলের নজর কাড়লেন সারা আলি খান। 

Image credits: Instagram

হলিউড থেকে বলিউড- দেখে নিন রেড কার্পেটে কোন তারকা কেমন সাজে হাঁটলেন

Cannes Film Festival: দেখে নিন ভারত থেকে কোন কোন তারকা গেলেন ফ্রান্সে

ছোট নায়রাকে নিয়ে মঞ্চে হাঁটলেন কপিল, রইল ফ্যাশন ইভেন্টের ছবি

শাড়ি থেকে ওয়েস্টার্ন পোশাকে আদার হট লুক, রইল আধা শর্মার আকর্ষণীয় ছবি