Bangla

শাহরুখের ফিটনেস মন্ত্র: বাথরুমে কেন বেশি সময়?

শাহরুখ খানের ফিটনেসের গোপন রহস্য- হালকা খাবার, নিয়মিত ব্যায়াম, রাত জাগা, কম ঘুম এবং পরিস্থিতি অনুযায়ী জীবনযাত্রায় নমনীয়তা। এই রুটিনই তাঁর উদ্যমী, ফিট এবং যুবক দেখানোর মূলমন্ত্র।

Bangla

শাহরুখ খানের ফিটনেস বিরতি

শাহরুখ খান ফিটনেস নিয়ে খুবই সচেতন। তাঁর দিনের ২৪ ঘন্টা তিনি কী করেন তা জানা জরুরি।

Image credits: instagram
Bangla

ঘুমের হিসাব

শাহরুখ খান ভোর ৫টায় ঘুমাতে যান এবং সকাল ১০টায় ওঠেন। কম ঘুম হলেও তাঁর শক্তি সবসময় প্রখর থাকে।

Image credits: instagram
Bangla

কী খান?

শাহরুখ দিনে দুবার খান। দুপুর এবং রাতে ভালো করে খান এবং তাঁর খাবারে স্বাস্থ্যকর উপাদান থাকে।

Image credits: instagram
Bangla

কী ব্যায়াম করেন?

শাহরুখ খান ঘরোয়া ব্যায়ামে বেশি বিশ্বাসী। ১০০ পুশআপ, ৬০ পুলআপ, স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিও মিলিয়ে ব্যায়াম করেন।

Image credits: instagram
Bangla

বাথরুমে অনেকটা সময় কাটান

শাহরুখ খান বাথরুমে অনেকটা সময় কাটান। তিনি নিজেকে এখানে শক্তি সঞ্চয়ের কাজ করেন বলে জানান।

Image credits: instagram

আলিয়া ভাটের প্রথম ক্রাশ, জানেন কে? নাম শুনলে চমকে উঠবেন

'আমি মায়ের হত্যাকারিণী, আজ ধীরে ধীরে মরছি' ববি ডার্লিং

বলিউড ছেড়ে ৮৫০০ কোটি টাকা ১ বছরে সংগ্রহ বিবেক ওবেরয়ের

রইল ‘সিতারে জমিন পর’ এর ৬ষ্ঠ দিনের বক্স অফিস কালেকশনের হদিশ