শাহরুখ খানের ফিটনেসের গোপন রহস্য- হালকা খাবার, নিয়মিত ব্যায়াম, রাত জাগা, কম ঘুম এবং পরিস্থিতি অনুযায়ী জীবনযাত্রায় নমনীয়তা। এই রুটিনই তাঁর উদ্যমী, ফিট এবং যুবক দেখানোর মূলমন্ত্র।
Bollywood Jul 28 2025
Author: Parna Sengupta Image Credits:instagram
Bangla
শাহরুখ খানের ফিটনেস বিরতি
শাহরুখ খান ফিটনেস নিয়ে খুবই সচেতন। তাঁর দিনের ২৪ ঘন্টা তিনি কী করেন তা জানা জরুরি।
Image credits: instagram
Bangla
ঘুমের হিসাব
শাহরুখ খান ভোর ৫টায় ঘুমাতে যান এবং সকাল ১০টায় ওঠেন। কম ঘুম হলেও তাঁর শক্তি সবসময় প্রখর থাকে।
Image credits: instagram
Bangla
কী খান?
শাহরুখ দিনে দুবার খান। দুপুর এবং রাতে ভালো করে খান এবং তাঁর খাবারে স্বাস্থ্যকর উপাদান থাকে।
Image credits: instagram
Bangla
কী ব্যায়াম করেন?
শাহরুখ খান ঘরোয়া ব্যায়ামে বেশি বিশ্বাসী। ১০০ পুশআপ, ৬০ পুলআপ, স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিও মিলিয়ে ব্যায়াম করেন।
Image credits: instagram
Bangla
বাথরুমে অনেকটা সময় কাটান
শাহরুখ খান বাথরুমে অনেকটা সময় কাটান। তিনি নিজেকে এখানে শক্তি সঞ্চয়ের কাজ করেন বলে জানান।