Bangla

৫৯ বছরেও শাহরুখের সিক্স প্যাক, জেনে নিন ডায়েট রহস্য!

Bangla

দুই বেলা খাবার

এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, তিনি দিনে মাত্র দুইবার খাবার খান।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

জাঙ্ক ফুড নয়

দুপুর এবং রাতে  খাবার খান, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। তিনি বেশি করে অঙ্কুরিত শস্য, গ্রিল্ড চিকেন, ব্রোকলি খান।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

ডাল

মাঝেমধ্যে ডাল খান। বহু বছর ধরে এই ডায়েট মেনে চলছেন।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

অন্যের বাড়ির খাবার

বিমানে বা কারও বাড়িতে গেলে, তিনি যে কোনও খাবার খেতে পারেন।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

না বলেন না

বিরিয়ানি, রুটি, ঘি, লস্যি, যাই খেতে দেওয়া হোক না কেন, তিনি না বলেন না।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

একই রকম খাবার

প্রতিদিন একই রকম খাবার খেতে বিরক্ত লাগে না, বহু বছর ধরে এই অভ্যাস। কোনও চিট ডে নেই।

Image credits: Shah Rukh Khan instagram
Bangla

খাবারে যত্ন

শাহরুখ খান ছাড়াও অন্যান্য তারকারাও খাবারের ব্যাপারে যত্নবান। তাই তারা সুস্থ এবং তরুণ দেখায়, দীর্ঘজীবী হন।

Image credits: Shah Rukh Khan instagram

এই ৬ অভিনেত্রীর শাড়ির স্টাইল, প্রতিটি মা করতে পারেন অনুকরণ

Bollywood Love Story: তৃতীয় ব্যক্তির কারণে ভেঙেছে সম্পর্ক, একঝলকে দেখুন বলিউড লাভস্টোরি

কম বয়সে ক্যান্সারে আক্রান্ত হন এই কয় জন সেলিব্রিটি, দেখে নিন এক ঝলকে

বিপরীতে সলমন-বাদশা থাকা সত্ত্বেও এই ৭ ছবি প্রত্যাখ্যান করেছিলেন দীপিকা