Bangla

বলিউড তারকাদের ভাঙা সম্পর্ক

Bangla

জয়া বচ্চন - অমিতাভ বচ্চন - রেখা

অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী কারো অজানা নয়। জয়ার সাথে বিবাহিত হওয়ার পরেও অমিতাভের মন রেখার প্রতি আকৃষ্ট হয়েছিল।

Image credits: Social Media
Bangla

অক্ষয় কুমার - টুইঙ্কল খান্না - প্রিয়াঙ্কা চোপড়া

অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না বিবাহিত ছিলেন। পরে অক্ষয় কুমারের মন প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি আকৃষ্ট হয়। যদিও অবশ্য তিনি প্রিয়াঙ্কার থেকে দূরত্ব বজায় রাখেন।

Image credits: Social Media
Bangla

সুজান খান - হৃতিক রোশন - সাবা আজাদ

হৃতিক রোশন-সুজান খান ১৪ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহ বিচ্ছেদ করেন। এর কারণ হিসেবে হৃতিকের জীবনে অন্য মেয়ের আগমনকে দায়ী করা হয়। কিছু বছর পর হৃতিকের জীবনে আসেন সাবা আজাদ।

Image credits: Social Media
Bangla

শ্রীদেবী - বনি কাপুর - মোনা শৌরী

বনি কাপুরের প্রথম বিবাহ হয়েছিল মোনা শৌরীর সাথে, কিন্তু শ্রীদেবীর কারণে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি শ্রীদেবীকে বিবাহ করেন।

Image credits: Social Media
Bangla

নাগা চৈতন্য - সামান্থা - শোভিতা

নাগা চৈতন্য প্রথমে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু পরে বিবাহ বিচ্ছেদ করে শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ে করেন।

Image credits: Social Media
Bangla

রানী মুখার্জী - আদিত্য চোপড়া - পায়েল খান্না

আদিত্য চোপড়া রানী মুখার্জীকে দ্বিতীয় বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আদিত্য তার প্রথম স্ত্রী পায়েল খান্নাকে রানী মুখার্জীর জন্য ছেড়ে দিয়েছিলেন।

Image credits: Social Media

কম বয়সে ক্যান্সারে আক্রান্ত হন এই কয় জন সেলিব্রিটি, দেখে নিন এক ঝলকে

বিপরীতে সলমন-বাদশা থাকা সত্ত্বেও এই ৭ ছবি প্রত্যাখ্যান করেছিলেন দীপিকা

Cannes 2025: কানের রেড কার্পেটে নজর কাড়লেন আলিয়া, দেখুন এক ঝলকে

কান চলচ্চিত্র উৎসবে কালো রঙের পোশাকে নজর কাড়লেন এই সকল তারকা