Bangla

শিল্পা শেট্টি

সদ্য কমলা পোশাকে দেখা গেল শিল্পাকে। ছবি পোস্ট করা মাত্রই তা মুহূর্তে হল ভাইরাল।

Bangla

শিল্পা শেট্টি

বয়স পার করেছে ৪৮-এ। তাঁকে দেখে বয়স বোঝা দায়।

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

সদ্য দু পিস পোশাকে ফোটোশ্যুট করালেন শিল্পা শেট্টি। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

অফ শোল্ডার ক্রপ টপ ও হাই স্লিট স্কার্টে দেখা গেল শিল্পা কে। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

বিভিন্ন ভঙ্গীতে ক্যামেরার সামনে পোজ দিলেন শিল্পা। তারপরই তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

মুহূর্তে ভাইরাল হয়েছে শিল্পার এমন আকর্ষণীয় লুকের ছবি। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

তবে, এই প্রথম নয়। প্রায়শই আকর্ষণীয় ফোটোশ্যুটের কারণে খবরে আসেন নায়িকা। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

সম্প্রীতি দক্ষিণী ছবিতে কাজ করছেন নায়িকা। কামব্যাক করেছেন অভিনয় জগতে। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

ছবি ছাড়াও নিজের ফিটনেসের কারণে প্রায়শই খবরে আসেন তিনি। 

Image credits: shilpa shetty instagram
Bangla

শিল্পা শেট্টি

ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান, সব ধরনের পোশাকে বরাবর ফুটে ওঠে তাঁর আকর্ষণীয় লুক।

Image credits: Instagram

সুডোল স্তন থেকে খসে পড়ল ফিনফিনে শাড়ির আঁচল, ঘুম ওড়ালেন নম্রতা

সোমবার কমল আয়, দেখে নিন সর্বমোট কত আয় করলে ‘সত্যপ্রেম কি কথা’

কম বাজেটের এই ছবিগুলোর বক্স অফিস আয় গড়েছিল রেকর্ড, রইল ছবির তালিকা

কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন- জন্মদিনে রইল ভারতীর জীবনের অজানা কাহিনি