রইল কয়েকজন তারকার কথা। অভিনীত ছবি মুক্তির আগেই প্রয়াত হন এই সাত তারকা।
দিল বেচারা ছবি মুক্তির আগে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত।
সতিশ কৌশিক কিসি কি ভাই কিসি কি জান ছবিতে অভিনয় করেছিল। যা মুক্তির আগে প্রয়াত হন।
জিরো ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সেই ছবি মুক্তির আগে প্রয়াত হন।
রাজেশ খান্না রিস্তা ছবির মুক্তির আগেই প্রয়াত হন। এটি ছিল তাঁর শেষ ছবি।
শামি কাপুর প্রয়াত হন ২০১১ সালে। রকস্টার ছবি মুক্তির আগে প্রয়াত হন তিনি।
ওম পুরি প্রয়াত হল ২০১৭ সালে। তারপর মুক্তি পায় টিউবলাইট ছবিটি।
দিব্যা ভারতী প্রয়াত হন মাত্র ১৯ বছর বয়সে। তার মৃত্যুর প্রায় ৯ মাস পর তাঁর অভিনীত শেষ ছবি মুক্তি পায়।
ওটিটি-তে সর্বাধিক পারিশ্রমিক নিয়ে থাকেন এই আট নায়িকা, দেখে নিন কে কে
অনন্যা পান্ডের আগে এই আট নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর
দেখে নিন 'ঝলক দিখলা যা ১১'-র কোন তারকার সম্পত্তির পরিমাণ কত, রইল হিসেব
শুধু Tiger 3 নয়, এই আটটি ছবি ব্যবসা করেছে বক্স অফিসে, দেখে নিন তালিকা