Bangla

তারকাদের তালিকা

রইল কয়েকজন তারকার কথা। অভিনীত ছবি মুক্তির আগেই প্রয়াত হন এই সাত তারকা।

Bangla

সুশান্ত সিং রাজপুত

দিল বেচারা ছবি মুক্তির আগে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত।

Image credits: Social Media
Bangla

সতিশ কৌশিক

সতিশ কৌশিক কিসি কি ভাই কিসি কি জান ছবিতে অভিনয় করেছিল। যা মুক্তির আগে প্রয়াত হন।

Image credits: Social Media
Bangla

শ্রীদেবী

জিরো ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সেই ছবি মুক্তির আগে প্রয়াত হন।

Image credits: Social Media
Bangla

রাজেশ খান্না

রাজেশ খান্না রিস্তা ছবির মুক্তির আগেই প্রয়াত হন। এটি ছিল তাঁর শেষ ছবি।

Image credits: Social Media
Bangla

শামি কাপুর

শামি কাপুর প্রয়াত হন ২০১১ সালে। রকস্টার ছবি মুক্তির আগে প্রয়াত হন তিনি।

Image credits: Social Media
Bangla

ওম পুরি

ওম পুরি প্রয়াত হল ২০১৭ সালে। তারপর মুক্তি পায় টিউবলাইট ছবিটি।

Image credits: Social Media
Bangla

দিব্যা ভারতী

দিব্যা ভারতী প্রয়াত হন মাত্র ১৯ বছর বয়সে। তার মৃত্যুর প্রায় ৯ মাস পর তাঁর অভিনীত শেষ ছবি মুক্তি পায়।

Image credits: Social Media

ওটিটি-তে সর্বাধিক পারিশ্রমিক নিয়ে থাকেন এই আট নায়িকা, দেখে নিন কে কে

অনন্যা পান্ডের আগে এই আট নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর

দেখে নিন 'ঝলক দিখলা যা ১১'-র কোন তারকার সম্পত্তির পরিমাণ কত, রইল হিসেব

শুধু Tiger 3 নয়, এই আটটি ছবি ব্যবসা করেছে বক্স অফিসে, দেখে নিন তালিকা