Bangla

তানিশা মুখোপাধ্যায়

তানিশা মুখোপাধ্যায় অংশ নিয়েছেন 'ঝলক দিখলা যা ১১'-র শো-তে। তাঁর মোট সম্পত্তি ১৫ কোটি। 

Bangla

অদ্রিজা সিনহা

'ঝলক দিখলা যা ১১'-তে রয়েছেন অদ্রিজা সিনহা। তাঁর মোট সম্পত্তি ৫ কোটি টাকা। 

Image credits: instagram
Bangla

আমির আলি

আমির আলির টেলিভিশনের পরিচিত মুখ। তাঁর মোট সম্পত্তি ২৫ কোটি টাকা।  

Image credits: instagram
Bangla

সোহেব ইব্রাহিম

টিভি তারকা সোহেব ইব্রাহিমর মোট সম্পত্তির হিসেব ২৭ কোটি।  

Image credits: instagram
Bangla

শিব ঠাকরে

শিব ঠাকরে অংশ নিয়েছেন এই শো-তে। তাঁর মোট সম্পত্তির হিসেব ১০ কোটি। 

Image credits: instagram
Bangla

করুণা পান্ডে

করুণা পান্ডে অল্প দিনে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর সম্পত্তি ৫ কোটি। 

Image credits: instagram
Bangla

অঞ্জলি আনন্দ

অঞ্জলি আনন্দের মোট সম্পত্তি ১০ কোটি। 

Image credits: instagram
Bangla

উর্বশী ঢোলাকিয়া

উর্বশী ঢোলাকিয়া এই শো-র অন্যতম পার্টিসিপেন্ট। ৩৫ কোটি সম্পত্তি রয়েছে তাঁর। 

Image credits: instagram
Bangla

বিবেক ঢাকিয়া

বিবেক ঢাকিয়া-র মোট সম্পত্তি ১৫ কোটি টাকা। টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি। 

Image credits: instagram

শুধু Tiger 3 নয়, এই আটটি ছবি ব্যবসা করেছে বক্স অফিসে, দেখে নিন তালিকা

সুহানা থেকে খুশি- দেখে নিন কোন তারকা সন্তানের সম্পত্তির মূল্য কত কোটি

ভাইফোঁটা-তে ট্রাই করুন সেলেবদের শাড়ি লুক, দেখে নিন কেমন ভাবে সাজবেন

সঙ্গীতা থেকে রকুল- রইল অর্পিতা খান আয়োজিত দিওয়ালি পার্টির ঝলক