Bangla

৭৩-এ পা

আজ ৭৩-এ পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ১৯৫০ সালে বেঙ্গালুরুতে জন্ম রজনীকান্তের।

Bangla

পারিশ্রমিক

৭৩ বছর বয়সেও পরের পর ছবিতে কাজ করে চলেছেন অভিনেতা। ২ হাজার টাকা পারিশ্রমিক পেতেন কেরিরার শুরুতে।

Image credits: instagram
Bangla

জেলার

চলতি বছরে রজনীকান্ত অভিনীত জেলার মুক্তি পায়। যা ব্যাপক আয় করেছিল বক্স অফিসে।

Image credits: instagram
Bangla

শেষ ছবির আয়

বিশ্ব বাজারে ৬১০ কোটি টাকা আয় করেছিল রজনীকান্ত অভিনীত জেলার।

Image credits: instagram
Bangla

জেলার ছবির পারিশ্রমিক

জানা গিয়েছে, জেলার ছবিতে অভিনয়র জন্য ১১০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন রজনীকান্ত। তেমনই ছবির লভ্যাংশ থেকে নিয়েছিলেন ১০০ কোটি।

Image credits: instagram
Bangla

পারিশ্রমিক

বর্তমানে ছবির জন্য ১০০ কোটি চার্জ করেন রজনীকান্ত। তাঁর রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি

Image credits: instagram
Bangla

সম্পত্তির হিসেব

ফিনান্সিয়াল এক্সপ্রেসের মতে, রজনীকান্তের মোট সম্পত্তি ৪৩০ কোটি টাকা। গাড়ির বিষয় শৌখিন তিনি।

Image credits: instagram
Bangla

শেষ পাঁচটি হিট ছবি

রজনীকান্ত অভিনীতে শেষ পাঁচটি ছবিই ব্যাপক আয় করেছে বক্স অফিসে। তালিকায় আছে ২.০, পিতা, দরবার।

Image credits: instagram
Bangla

আসন্ন ছবি

শীঘ্রই আসছে রজনীকান্ত অভিনীত দুটি ছবি। একটির নাম লাল সলাম। অপর ছবির নাম এখনও ঠিক হয়নি।

Image credits: instagram
Bangla

মোট অভিনীত ছবি

১৭০ টি-রও বেশি ছবিতে কাজ করেছেন রজনীকান্ত। বহু ধরনের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত।

Image credits: instagram

বাহুবলি ২ থেকে জওয়ান- দ্বিতীয় রবিবার সর্বাধিক আয় করেছিল এই ১০টি ছবি

২০২৩ সালে সর্বাধিক হিট দিয়েছেন এই আট দক্ষিণী তারকা, দেখে নিন তালিকা

চলতি বছরে মুক্তি পাওয়া এই পাঁচটি ছবি সব থেকে বেশি আয় করেছে বিদেশে

২০২৩ সালে একাধিক হিট দিয়েছেন এই আট দক্ষিণী স্টার, দেখে নিন তালিকা