ডানকি ছবির একটি গান এসেছে প্রকাশ্যে। যেখানে রেসলিং করতে দেখা গিয়েছে তাপসী পান্নুকে।
হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ খানের সিক্স প্যাক বডি সকলের নজর কেড়েছিল। রেসলিং-র দৃশ্য দেখানো হয়েছিল এই ছবিতে।
রেস ২ ছবিতে কুস্তি করতে দেখা যায় জন আব্রাহামকে। তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের।
আমির অভিনীত দঙ্গল-র কেন্দ্রে ছিল এক কুস্তিগীরের কাহিনি।
বজরঙ্গী ভাইজান ছবিতে দেখানো হয়েছিল কুস্তি বা রেসলিং খেলার দৃশ্য।
খিলাড়িও কা খিলাড়ি ছবিতেও দেখা গিয়েছিল কুস্তির দৃশ্য। এক কুস্তিগীরের সঙ্গে পাল্লা দিয়েছিলেন অক্ষয় কুমার।
রব নে বানাদি জোড়ি ছবিতেও দেখা গিয়েছিল কুস্তির দৃশ্য। যা নজর কেড়েছিল সমস্ত দর্শকদের।
সুলতান ছবিতে সলমন খানকে দেখা গিয়েছিল এক কুস্তিগীর হিসেবে।
এই আট নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন কার্তিক, রইল তাঁর প্রেমিকার তালিকা
বিক্রম ভাট থেকে ললিত মোদী- একাধিক প্রেম এসেছে সুস্মিতার জীবনে
শ্রীদেবী থেকে সুশান্ত- অভিনীত ছবি মুক্তির আগেই প্রয়াত হন এই সাত তারকা
ওটিটি-তে সর্বাধিক পারিশ্রমিক নিয়ে থাকেন এই আট নায়িকা, দেখে নিন কে কে