Bangla

বিজয় ভার্মার সঙ্গে তমন্না ভাটিয়ার প্রেম কি এবার সত্যিই শেষ হয়ে গেল

অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে বিজয় ভার্মার প্রেম নিয়ে বলিউডে অনেক গুঞ্জন শোনা গিয়েছে। এবার তাঁদের ব্রেকআপ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

Bangla

বিজয় ভার্মার সঙ্গে তমন্না ভাটিয়ার বিয়ে আর হবে না বলেই শোনা যাচ্ছে

তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মার ব্রেকআপের খবর ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে।

Image credits: Social Media
Bangla

কী কারণে ছড়িয়ে পড়ল তমন্না ভাটিয়া ও বিজয় ভার্মার ব্রেকআপের খবর?

তমন্না এবং বিজয় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁদের একসঙ্গে তোবা ছবিগুলি মুছে ফেলেছেন। এটিকেই তাঁদের ব্রেকআপের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।

Image credits: Social Media
Bangla

কবে হল ব্রেকআপ? তমন্না ভাটিয়া-বিজয় ভার্মার বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছে?

রিপোর্ট অনুযায়ী, তমন্না এবং বিজয়ের সম্পর্ক কয়েক সপ্তাহ আগে ভেঙে গিয়েছে। তবে তাঁরা ব্রেকআপের পরেও বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Image credits: Social Media
Bangla

মাত্র ২ বছরই টিকল সম্পর্ক? এবার কি নতুন কোনও সম্পর্কে জড়িয়ে তমন্না?

তমন্না এবং বিজয়ের ঘনিষ্ঠতা বেড়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'লাস্ট স্টোরিজ ২' এর শুটিংয়ের সময়।

Image credits: Social Media
Bangla

চলতি বছরেই কোনও সময় বিয়ের পরিকল্পনা ছিল তমন্না ভাটিয়া ও বিজয় ভার্মার

মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে তমন্না এবং বিজয় ২০২৫ সালে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

Image credits: Social Media
Bangla

ব্রেকআপের খবর স্বীকার বা অস্বীকার করেননি তমন্না ভাটিয়া ও বিজয় ভার্মা

তমন্না এবং বিজয়ের ব্রেকআপের খবর মিডিয়ায় এলেও, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Image credits: Social Media

60+ এও থাকুন স্টাইলিশ, নীতু সিং-এর পোশাক দেখুন

সারা আলি খানের মতো স্টাইলিশ শ্যুট একবার ট্রাই করে দেখতেই পরেন

সত্যজিৎ রায়, গুলজার থেকে এ আর রহমান, অস্কার জিতেছেন এই ৮ ভারতীয়

মাত্র ১০০ টাকায় কিয়ারার মত স্টাইলিশ কানের দুল পেয়ে যাবেন