অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে বিজয় ভার্মার প্রেম নিয়ে বলিউডে অনেক গুঞ্জন শোনা গিয়েছে। এবার তাঁদের ব্রেকআপ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মার ব্রেকআপের খবর ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে।
তমন্না এবং বিজয় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁদের একসঙ্গে তোবা ছবিগুলি মুছে ফেলেছেন। এটিকেই তাঁদের ব্রেকআপের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, তমন্না এবং বিজয়ের সম্পর্ক কয়েক সপ্তাহ আগে ভেঙে গিয়েছে। তবে তাঁরা ব্রেকআপের পরেও বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তমন্না এবং বিজয়ের ঘনিষ্ঠতা বেড়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'লাস্ট স্টোরিজ ২' এর শুটিংয়ের সময়।
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে তমন্না এবং বিজয় ২০২৫ সালে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
তমন্না এবং বিজয়ের ব্রেকআপের খবর মিডিয়ায় এলেও, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
60+ এও থাকুন স্টাইলিশ, নীতু সিং-এর পোশাক দেখুন
সারা আলি খানের মতো স্টাইলিশ শ্যুট একবার ট্রাই করে দেখতেই পরেন
সত্যজিৎ রায়, গুলজার থেকে এ আর রহমান, অস্কার জিতেছেন এই ৮ ভারতীয়
মাত্র ১০০ টাকায় কিয়ারার মত স্টাইলিশ কানের দুল পেয়ে যাবেন