এখনও বিয়ে করেননি, তবে সন্তানের মা হয়ে গিয়েছেন বলিউডের এই নায়িকারা
সম্প্রতি ছোটপর্দার অভিনেত্রী টিনা দত্ত বলেছেন যে তিনি বিয়ের না করেই সারোগেসি বা দত্তক নেওয়ার মাধ্যমে মা হতে পারেন। তাঁর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী নীনা গুপ্ত বিয়ে না করেই মা হয়েছেন
১৯৮০ এর দশকে নীনা গুপ্তর সম্পর্ক ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে। দু'জনের বিয়ে হয়নি, তবে নীনা এবং ভিভিয়ানের একটি মেয়ে আছে, যাঁর নাম মাসাবা গুপ্ত।
Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla
কমল হাসানের সঙ্গে বিয়ের ২ বছর আগেই সন্তানের জন্ম দেন অভিনেত্রী সারিকা
সারিকা কমল হাসানের প্রাক্তন স্ত্রী। দু'জনে ১৯৮৮ সালে বিয়ে করেছিলেন, যদিও এর দুই বছর আগে ১৯৮৬ সালে তাঁদের মেয়ে শ্রুতি হাসানের জন্ম হয়েছিল, যিনি একজন অভিনেত্রী।
Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla
বলিউডের ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসনও বিয়ের আগেই সন্তানের জন্ম দেন
এমি জ্যাকসন ২০১৯ সালের সেপ্টেম্বরে বিয়ের বাইরে প্রেমিক আন্দ্রেয়াস পানায়োটোর ছেলের জন্ম দেন। যদিও, দু'জনের সম্পর্ক ভেঙে যায় এবং ২০২৪ সালে তিনি এড ওয়েস্টউইককে বিয়ে করেন।