১০৫০ কোটি ব্যবসা করেছে পাঠান। এই ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুতে। ছবিতে জমিয়ে অ্যাকশন করেছেন বাদশা।
Image credits: instagram
Bangla
অ্যাটলি
জওয়ান ছবির পরিচালক অ্যাটলি বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছেন। মাত্র ১৭ দিনে জওয়ান আয় করেছে ১০০০ কোটি।
Image credits: instagram
Bangla
জওয়ান
অ্যাটলি পরিচালিত জওয়ান দ্রুত দর্শক মনে স্থান পায়। শাহরুখ খান, নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন এই ছবিতে।
Image credits: instagram
Bangla
নিতিশ তিওয়ারি
দঙ্গল ছবির পরিচালক নিতিশ তিওয়ারিও রয়েছেন এই তালিকায়। বিশ্ব বাজারে ২০২৪ কোটি আয় করেছিল দঙ্গল।
Image credits: instagram
Bangla
প্রশান্ত নীল
প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ ২ ছবিটিও ব্যাপক হিট করেছিল। ছবিটি বিশ্ব বাজারে ব্যবসা করেছিল ১২৫০ কোটি।
Image credits: instagram
Bangla
এসএস রাজামৌলি
এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী ২ ছবিটি বিশ্ব বাজারে আয় করেছিল ১৮০০ কোটি।
Image credits: instagram
Bangla
এসএস রাজামৌলি
এসএস রাজামৌলির ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। তাঁর পরিচালিত আরআরআর ব্যাপক হিট করেছিল।
Image credits: instagram
Bangla
আরআরআর
১৩০০ কোটির ব্যাবসা করেছিল এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর। ছবিটির সাফল্য গড়েছিল রেকর্ড। ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ, জুনিয়র এনটিআর। দেখা গিয়েছিল অজয় দেবগণ ও আলিয়াকেও।
Image credits: instagram
Bangla
পরিচালক
সিদ্ধার্থ আনন্দ থেকে এস এস রাজামৌলি- সকল ডিরেক্টরের ছবির ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে