সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ব্যাপক ব্যাবসা করেছিল বক্স অফিসে। ছবিটি বিশ্ব বাজারে মোট ১০০০ কোটির বেশি আয় করেছিল।
১০৫০ কোটি ব্যবসা করেছে পাঠান। এই ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুতে। ছবিতে জমিয়ে অ্যাকশন করেছেন বাদশা।
জওয়ান ছবির পরিচালক অ্যাটলি বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছেন। মাত্র ১৭ দিনে জওয়ান আয় করেছে ১০০০ কোটি।
অ্যাটলি পরিচালিত জওয়ান দ্রুত দর্শক মনে স্থান পায়। শাহরুখ খান, নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন এই ছবিতে।
দঙ্গল ছবির পরিচালক নিতিশ তিওয়ারিও রয়েছেন এই তালিকায়। বিশ্ব বাজারে ২০২৪ কোটি আয় করেছিল দঙ্গল।
প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ ২ ছবিটিও ব্যাপক হিট করেছিল। ছবিটি বিশ্ব বাজারে ব্যবসা করেছিল ১২৫০ কোটি।
এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী ২ ছবিটি বিশ্ব বাজারে আয় করেছিল ১৮০০ কোটি।
এসএস রাজামৌলির ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। তাঁর পরিচালিত আরআরআর ব্যাপক হিট করেছিল।
১৩০০ কোটির ব্যাবসা করেছিল এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর। ছবিটির সাফল্য গড়েছিল রেকর্ড। ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ, জুনিয়র এনটিআর। দেখা গিয়েছিল অজয় দেবগণ ও আলিয়াকেও।
সিদ্ধার্থ আনন্দ থেকে এস এস রাজামৌলি- সকল ডিরেক্টরের ছবির ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে