Bangla

সিদ্ধার্থ আনন্দ

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ব্যাপক ব্যাবসা করেছিল বক্স অফিসে। ছবিটি বিশ্ব বাজারে মোট ১০০০ কোটির বেশি আয় করেছিল। 

Bangla

পাঠান

১০৫০ কোটি ব্যবসা করেছে পাঠান। এই ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুতে। ছবিতে জমিয়ে অ্যাকশন করেছেন বাদশা।

Image credits: instagram
Bangla

অ্যাটলি

জওয়ান ছবির পরিচালক অ্যাটলি বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছেন। মাত্র ১৭ দিনে জওয়ান আয় করেছে ১০০০ কোটি। 

Image credits: instagram
Bangla

জওয়ান

অ্যাটলি পরিচালিত জওয়ান দ্রুত দর্শক মনে স্থান পায়। শাহরুখ খান, নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন এই ছবিতে। 

Image credits: instagram
Bangla

নিতিশ তিওয়ারি

দঙ্গল ছবির পরিচালক নিতিশ তিওয়ারিও রয়েছেন এই তালিকায়। বিশ্ব বাজারে ২০২৪ কোটি আয় করেছিল দঙ্গল। 

Image credits: instagram
Bangla

প্রশান্ত নীল

প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ ২ ছবিটিও ব্যাপক হিট করেছিল। ছবিটি বিশ্ব বাজারে ব্যবসা করেছিল ১২৫০ কোটি। 

Image credits: instagram
Bangla

এসএস রাজামৌলি

এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী ২ ছবিটি বিশ্ব বাজারে আয় করেছিল ১৮০০ কোটি। 

Image credits: instagram
Bangla

এসএস রাজামৌলি

এসএস রাজামৌলির ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। তাঁর পরিচালিত আরআরআর ব্যাপক হিট করেছিল। 

Image credits: instagram
Bangla

আরআরআর

১৩০০ কোটির ব্যাবসা করেছিল এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর। ছবিটির সাফল্য গড়েছিল রেকর্ড। ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ,  জুনিয়র এনটিআর। দেখা গিয়েছিল অজয় দেবগণ ও আলিয়াকেও।

Image credits: instagram
Bangla

পরিচালক

সিদ্ধার্থ আনন্দ থেকে এস এস রাজামৌলি- সকল ডিরেক্টরের ছবির ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে

Image credits: Our own

Sridevi Death: শ্রীদেবীর মৃত্যুর পিছনে কি তাঁর স্বামী বনি কাপুরই দায়ী?

বিয়ের পর অভিনয় জগত থেকে বিদায় নিয়েছিলেন এই সকল নায়িকা, রইল তালিকা

Gandhi Jayanti:গান্ধীর চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন যে সকল তারকা

দেখে নিন 'টাইগার ৩' ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিলেন