৫২ বছর পরে নিজের মেন্টার দেব আনন্দ সম্পর্কে অপকট প্রাক্তন বলি স্টার জিনাত আমন। জিনাতের কথায় দেব আনন্দই তাঁকে স্টার বানিয়েছিলেন।
জিনাত আমনের কথায় দেব আনন্দ ছিলেন তাঁর মেন্টর। তিনি মনে মনে দেব আনন্দকে ভালবাসতেন।
একটি ইন্টাগ্রাম পোস্টে জিনাত আমন বলেছেন তাঁর দেব আনন্দের সম্পর্কের ওঠাপড়ার কথা। পাশাপাশি দেব আনন্দের প্রশংসাও করেছেন তিনি।
দেব আনন্দের আত্মজীবনী রোমান্সিং উইথ লাইফ- নামের বইয়ের পাতা থেকেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
২০০৭ সালে প্রকাশিত বইতে দেব আনন্দ লিখেছিলেন তিনি জিনাত আমনের প্রেমে পড়েছিলেন। রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবির জন্যই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়
দেব আনন্দের কথায় ছবির সেটেই জিনাত আর রাজ কাপুর ঘনিষ্ট হয়েছিলেন। পরিচালক-অভিনেতার থেকেও তাদের সম্পর্ক বেশি ছিল।
জিনাত লিখেছেন দেব আনন্দের এই কথায় তিনি বিরক্ত হয়েছিলেন। অপমানিত ও মর্মাহত হয়েছিলেন বলেও জানিয়েছেন জিনাত
জিনাত জানিয়েছেন তিনি দেব আনন্দের লেখা বইটি কখনই পড়েননি। এতটাই তিনি রেগেছিলেন যে বইটির ঠাঁই হয়েছিল বাড়ির সিঁড়ির ঘরে।
জিনাত বলেছেন ১৯৭০ সালে দেব আনন্দের সঙ্গে প্রথম দেখা। তারপরই তাঁর ভাগ্য পরিবর্তন। আগে দুটি ছবি করলেও তা চলেনি।
জিনাত জানিয়েছেন এখন সেই ভুল ভেঙেছে। তবে দেব আনন্দের জন্যই তাঁর উত্থান এই কথা তিনি মানেন। আর এখনও সম্মান করেন দেব আনন্দকে।
"স্মরণে ইরফান খান" অভিনেতা নয়, ক্রিকেটার হওয়ার কথা ছিল যাঁর
বেগুনী রঙের পোশাকের ভাইরাল জাহ্নবীর হট লুক
এই ছবিগুলো প্রত্যাখ্যান করেছিলেন ঐশ্বর্য, যা পর বক্স অফিসে সাফল্য পায়
Nora Fatehi: ভাইরাল নোরার এথনিক লুক, রইল তাঁর আকর্ষণীয় ছবি