Bollywood

জিনাত আমন-দেব আনন্দ

৫২ বছর পরে নিজের মেন্টার দেব আনন্দ সম্পর্কে অপকট প্রাক্তন বলি স্টার জিনাত আমন। জিনাতের কথায় দেব আনন্দই তাঁকে স্টার বানিয়েছিলেন।

Image credits: social media

দেব-জিনাত সম্পর্ক

জিনাত আমনের কথায় দেব আনন্দ ছিলেন তাঁর মেন্টর। তিনি মনে মনে দেব আনন্দকে ভালবাসতেন।

Image credits: social media

জিনাতের সোশ্যাল পোস্ট

একটি ইন্টাগ্রাম পোস্টে জিনাত আমন বলেছেন তাঁর দেব আনন্দের সম্পর্কের ওঠাপড়ার কথা। পাশাপাশি দেব আনন্দের প্রশংসাও করেছেন তিনি।

Image credits: social media

দেব-জিনাত দূরত্ব

দেব আনন্দের আত্মজীবনী রোমান্সিং উইথ লাইফ- নামের বইয়ের পাতা থেকেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

Image credits: social media

দূরত্বের কারণ

২০০৭ সালে প্রকাশিত বইতে দেব আনন্দ লিখেছিলেন তিনি জিনাত আমনের প্রেমে পড়েছিলেন। রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবির জন্যই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়

Image credits: social media

সত্যম শিবম সুন্দমের সেটে

দেব আনন্দের কথায় ছবির সেটেই জিনাত আর রাজ কাপুর ঘনিষ্ট হয়েছিলেন। পরিচালক-অভিনেতার থেকেও তাদের সম্পর্ক বেশি ছিল।

Image credits: Getty

জিনাত বিরক্ত

জিনাত লিখেছেন দেব আনন্দের এই কথায় তিনি বিরক্ত হয়েছিলেন। অপমানিত ও মর্মাহত হয়েছিলেন বলেও জানিয়েছেন জিনাত

Image credits: Getty

বইটি পড়েননি

জিনাত জানিয়েছেন তিনি দেব আনন্দের লেখা বইটি কখনই পড়েননি। এতটাই তিনি রেগেছিলেন যে বইটির ঠাঁই হয়েছিল বাড়ির সিঁড়ির ঘরে।

Image credits: Getty

দেব সম্পর্কে জিনাত

জিনাত বলেছেন ১৯৭০ সালে দেব আনন্দের সঙ্গে প্রথম দেখা। তারপরই তাঁর ভাগ্য পরিবর্তন। আগে দুটি ছবি করলেও তা চলেনি।

Image credits: Getty

দেব আনন্দ অনবদ্য

জিনাত জানিয়েছেন এখন সেই ভুল ভেঙেছে। তবে দেব আনন্দের জন্যই তাঁর উত্থান এই কথা তিনি মানেন। আর এখনও সম্মান করেন দেব আনন্দকে।

Image credits: Getty