Bangla

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা আরুশি নিশঙ্কের সঙ্গে ৪ কোটি টাকা প্রতারণা

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে আরুশি নিশাঙ্ক চার কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছেন।

Bangla

মুম্বইয়ের ২ চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশঙ্কের কন্যা আরুশি নিশাঙ্ক চার কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।

Image credits: Instagram@arushi.nishank
Bangla

৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে দুই চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে মামলা

মুম্বইয়ের চলচ্চিত্র প্রযোজক মানসী বরুণ বাগলা এবং বরুণ প্রমোদ কুমার বাগলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Image credits: Instagram@arushi.nishank
Bangla

চলচ্চিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, অভিযোগ আরুশি নিশাঙ্কের

আরুশি নিশাঙ্কের অভিযোগ, তাঁকে চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে।

Image credits: Instagram@arushi.nishank
Bangla

চলচ্চিত্রে ৫ কোটি টাকা বিনিয়োগে লভ্যাংশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল

আরুশি নিশাঙ্ক অভিযোগ করেছেন, ৫ কোটি টাকা বিনিয়োগ করার পর সিনেমার আয়ের ২০% অংশ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Image credits: Instagram@arushi.nishank
Bangla

চলচ্চিত্র প্রযোজকদের ৩ কিস্তিতে ৪ কোটি টাকা দিয়েছিলেন, দাবি আরুশির

অরুশি ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৪ কোটি টাকা দিয়েছিলেন, কিন্তু পরে বিনিময়ে কিছুই পাননি।

Image credits: Instagram@arushi.nishank

বাবা রাজনীতির ময়দানে, মেয়ে ফুটবল নিয়ে মেতে, হর্ষিতা কেজরিওয়ালকে চেনেন?

সুতির শাড়িতেই স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নির্মলা সীতারামন, দেখুন ছবি

দিল্লির নির্বাচনে রাহুল নেই, প্রিয়ঙ্কা নেবেন দায়িত্ব

Dr. B. R. Ambedkar ভারতীয় সংবিধানের রূপকার, ৩২ ডিগ্রি, ৯ ভাষায় জ্ঞান