ছট মহাপর্বের আজ তৃতীয় দিন। বিহারে নেতা থেকে অভিনেতা এবং ব্রতীরা অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিয়ে সূর্যদেবের উপাসনা করেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর বাসভবনে অর্ঘ্য দেন।
Image credits: ANI
Bangla
ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের ছট পূজা
ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং পাটনার মীরপুর ঘাটে সূর্যকে অর্ঘ্য দেনে। তিনি ছট পূজা উৎসবের সময় ছট মায়ের গানও গেয়েছেন।
Image credits: ANI
Bangla
কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ছট পূজা
ছট পূজা উৎসবের সময় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইও সপরিবারে ছট উৎসব পালন করেন। এই সময় তিনি মাথায় পূজার ডালা নিয়ে ঘাটে পৌঁছান।
Image credits: ANI
Bangla
সাংসদ শাম্ভবী চৌধুরীর ছট পূজা
ছবিতে দেখতে পাওয়া ইনি হলেন লোক জন শক্তি পার্টি (রামবিলাস)-এর সাংসদ শাম্ভবী চৌধুরী। তিনি ছট পূজার দ্বিতীয় দিনে পাটনায় পূজার্চনা করেন।
Image credits: ANI
Bangla
নদী, পুকুরে উপচে পড়া ভিড়
ছট ব্রতের তৃতীয় দিনে দুপুর ৩টা থেকেই নদী, পুকুরে ভিড় জমতে শুরু করে। ব্রতীরা দাঁড়িয়ে হাতে সুপ নিয়ে সূর্যের উপাসনা করেন। অন্যদিকে ঘাটগুলিতে ছটের গান বাজতে থাকে।
Image credits: ANI
Bangla
আগামীকাল ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত সম্পন্ন হবে
এই মহাপর্ব আগামীকাল ২৮ অক্টোবর উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার সাথে সাথে ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত এবং ৪ দিনের এই উৎসব সম্পন্ন হবে।