Bangla

মুখ্যমন্ত্রী নীতিশ দিলেন অর্ঘ্য, অক্ষরা গাইলেন গান, দেখুন ছট পুজোর ছবি

Bangla

ছট মহাপর্বের পূজা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

ছট মহাপর্বের আজ তৃতীয় দিন। বিহারে নেতা থেকে অভিনেতা এবং ব্রতীরা অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিয়ে সূর্যদেবের উপাসনা করেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর বাসভবনে অর্ঘ্য দেন।

Image credits: ANI
Bangla

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের ছট পূজা

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং পাটনার মীরপুর ঘাটে সূর্যকে অর্ঘ্য দেনে।  তিনি ছট পূজা উৎসবের সময় ছট মায়ের গানও গেয়েছেন।

Image credits: ANI
Bangla

কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ছট পূজা

ছট পূজা উৎসবের সময় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইও সপরিবারে ছট উৎসব পালন করেন। এই সময় তিনি মাথায় পূজার ডালা নিয়ে ঘাটে পৌঁছান।

Image credits: ANI
Bangla

সাংসদ শাম্ভবী চৌধুরীর ছট পূজা

ছবিতে দেখতে পাওয়া ইনি হলেন লোক জন শক্তি পার্টি (রামবিলাস)-এর সাংসদ শাম্ভবী চৌধুরী। তিনি ছট পূজার দ্বিতীয় দিনে পাটনায় পূজার্চনা করেন।

Image credits: ANI
Bangla

নদী, পুকুরে উপচে পড়া ভিড়

ছট ব্রতের তৃতীয় দিনে দুপুর ৩টা থেকেই নদী, পুকুরে ভিড় জমতে শুরু করে। ব্রতীরা দাঁড়িয়ে হাতে সুপ নিয়ে সূর্যের উপাসনা করেন। অন্যদিকে ঘাটগুলিতে ছটের গান বাজতে থাকে। 

Image credits: ANI
Bangla

আগামীকাল ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত সম্পন্ন হবে

এই মহাপর্ব আগামীকাল ২৮ অক্টোবর উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার সাথে সাথে ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত এবং ৪ দিনের এই উৎসব সম্পন্ন হবে।

Image credits: ANI

জেনে নিন আপনার শহরের আজ ডিজেল এবং পেট্রোলের দাম কত

রেললাইনের ট্র্যাকে পাথর দেওয়া হয় কেন?

মৈথিলী ঠাকুর কতটা শিক্ষিত? জানুন তার ডিগ্রি ও আয়ের পরিমাণ

লখনউ থেকে বারাণসী মাত্র আড়াই ঘণ্টায়! জানুন কীভাবে সম্ভব?