মহিলাদের সামনেই বেছে বেছে স্বামীদের হত্যা। পাকিস্তানকে শিক্ষা দিতে ফুঁসছিল আসমুদ্র হিমাচল। বুধবার গভীর রাতে জুড়ল সেই জ্বালা। নেতৃত্ব দিলেন কারা? জানুন পরিচয়।
India May 07 2025
Author: Moumita Poddar Image Credits:social media
Bangla
কে এই সোফিয়া কুরেশী?
পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ধ্বংসকারী আমাদের বীর জওয়ানরা আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। জেনে নিন অপারেশন সিন্দুরের ব্রিফিং দেওয়া মহিলা কর্নেল অফিসার সোফিয়া কুরেশী কে।
Image credits: social media
Bangla
সিগন্যাল কোরের নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া
কর্নেল সোফিয়া কুরেশী ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত। বর্তমানে তিনি সিগন্যাল কোরে কর্মরত। তিনি গুজরাটের বরোদার বাসিন্দা।
Image credits: social media
Bangla
সোফিয়া একমাত্র মুসলিম মহিলা অফিসার
সোফিয়া কুরেশী ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ 'এক্সারসাইজ ফোর্স ১৮' প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জৈব রসায়নে স্নাতকোত্তর করেছেন।
Image credits: social media
Bangla
সোফিয়া জানালেন সব খুঁটিনাটি
কর্নেল সোফিয়া কুরেশী সংবাদ সম্মেলনে বিমান হামলার তথ্য দিয়েছেন। তিনি অপারেশন সিন্দুরের সব খুঁটিনাটি তথ্য জানিয়েছেন।
Image credits: social media
Bangla
নিষ্পাপদের ন্যায়বিচার দিতে অপারেশন সিঁদুর
কর্নেল সোফিয়া কুরেশী সংবাদ সম্মেলনে বলেছেন, "নিষ্পাপ পর্যটক এবং তাদের পরিবারের ন্যায় দিতে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল।
Image credits: Our own
Bangla
সোফিয়ার দাদা ও স্বামীও সেনাবাহিনীতে
সোফিয়া কুরেশী ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের অধীনে যোগ দিয়েছিলেন। সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা অফিসার।