Bangla

অপারেশন সিন্দুর: কে এই সোফিয়া কুরেশী?

মহিলাদের সামনেই বেছে বেছে স্বামীদের হত্যা। পাকিস্তানকে শিক্ষা  দিতে ফুঁসছিল আসমুদ্র হিমাচল। বুধবার গভীর রাতে জুড়ল সেই জ্বালা। নেতৃত্ব দিলেন কারা? জানুন পরিচয়। 

Bangla

কে এই সোফিয়া কুরেশী?

পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ধ্বংসকারী আমাদের বীর জওয়ানরা আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। জেনে নিন অপারেশন সিন্দুরের ব্রিফিং দেওয়া মহিলা কর্নেল অফিসার সোফিয়া কুরেশী কে।

Image credits: social media
Bangla

সিগন্যাল কোরের নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া

কর্নেল সোফিয়া কুরেশী ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত। বর্তমানে তিনি সিগন্যাল কোরে কর্মরত। তিনি গুজরাটের বরোদার বাসিন্দা।

Image credits: social media
Bangla

সোফিয়া একমাত্র মুসলিম মহিলা অফিসার

সোফিয়া কুরেশী ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ 'এক্সারসাইজ ফোর্স ১৮' প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জৈব রসায়নে স্নাতকোত্তর করেছেন।

Image credits: social media
Bangla

সোফিয়া জানালেন সব খুঁটিনাটি

কর্নেল সোফিয়া কুরেশী সংবাদ সম্মেলনে বিমান হামলার তথ্য দিয়েছেন। তিনি অপারেশন সিন্দুরের সব খুঁটিনাটি তথ্য জানিয়েছেন।

Image credits: social media
Bangla

নিষ্পাপদের ন্যায়বিচার দিতে অপারেশন সিঁদুর

কর্নেল সোফিয়া কুরেশী সংবাদ সম্মেলনে বলেছেন, "নিষ্পাপ পর্যটক এবং তাদের পরিবারের ন্যায় দিতে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল।

Image credits: Our own
Bangla

সোফিয়ার দাদা ও স্বামীও সেনাবাহিনীতে

সোফিয়া কুরেশী ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের অধীনে যোগ দিয়েছিলেন। সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা অফিসার।

Image credits: social media

ঘুমের মধ্যেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক ভারতের, জানেন কে ছিলেন উইং কমান্ডার?

বিশাখাপত্তনমের সৌন্দর্যে ভরা ৬ গোপন সৈকত, যা গোয়াকেও হার মানাবে

Best Skydiving in India: স্কাইডাইভিং-এর জন্য সেরা ৬টি জায়গা কোনগুলি?

Skydiving: দেশেই স্কাইডাইভিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে চান? কোথায় যাবেন?