উইং কমান্ডার ব্যোমিকা সিং। যে মেয়ে বুধবার সকালে ‘অপারেশন সিঁদুর’-এর পুরো ব্যাখা দিলেন।
India May 07 2025
Author: Moumita Poddar Image Credits:Social Media
Bangla
'অপারেশন সিন্দুর' ব্যাখ্যা
'অপারেশন সিন্দুর' অভিযানে পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে। ব্যাখ্যা প্রদানকারীদের মধ্যে উইং কমান্ডার ব্যোমিকা সিংও ছিলেন।
Image credits: Social Media
Bangla
ব্যোমিকা সিং-এর উপর দেশের নজর
৭ মে ২০২৫ সালে উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর উপর দেশের নজর ছিল। ব্যোমিকা ১৮ ডিসেম্বর ২০০৪ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৩ বছর পর তিনি উইং কমান্ডার পদ পান।
Image credits: Social Media
Bangla
যুদ্ধবিমান চালনায় এক্সপার্ট
ব্যোমিকা সিং একজন সাহসী নারী, তিনি ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার ইউনিটে কর্মরত। তাঁর যুদ্ধবিমান চালনায় যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। চিতা, চেতকের মতো যুদ্ধ হেলিকপ্টার চালিয়েছেন তিনি।
Image credits: Social Media
Bangla
ষষ্ঠ শ্রেণীর স্বপ্ন পূরণ ব্যোমিকার
ব্যোমিকা জানান, যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন, তখনই ভেবেছিলেন বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়বেন। তিনি বলেন, আমার নামের অর্থ ‘আকাশকে মুঠোয় করে নাও’। তাই আরও পরিশ্রম করেছি।
Image credits: Our own
Bangla
ইতিহাসে ব্যোমিকা সিং
ব্যোমিকা সিং ২০২১ সালে বিমানবাহিনীর যে মহিলা উইং মাউন্ট মণিরং আরোহণ করেছিল, তার অংশ ছিলেন। এর জন্য তাঁর নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে।