Bangla

সুখোই থেকে রাফেল, দেখে নিন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান

ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলির একটি ঝলক
Bangla

সুখোই Su-30MKI

সুখোই (Sukhoi Su-30MKI) বিমানবাহিনীর প্রধান যুদ্ধবিমান। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। সর্বোচ্চ গতি ২,১২০ কিমি/ঘণ্টা এবং পাল্লা ৩,০০০ কিমি।

Image credits: X-@IAF_MCC
Bangla

রাফেল

রাফেল দুই ইঞ্জিনযুক্ত অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। ভারত ফ্রান্স থেকে ৩৬টি এই ধরনের বিমান কিনেছে। এটি বায়ু থেকে বায়ু এবং বায়ু থেকে স্থলে আঘাত হানতে সক্ষম।

Image credits: @IAF_MCC
Bangla

MiG-29

ভারত রাশিয়া থেকে MiG-29 বিমান কিনেছিল। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি আকাশ যুদ্ধে বিশেষভাবে কার্যকর। এর সর্বোচ্চ গতি ২,৪৪৫ কিমি/ঘণ্টা এবং পাল্লা ১,৪৩০ কিমি।

Image credits: X-LCA Tejas Fan
Bangla

তেজস

তেজস ভারতের স্বদেশী যুদ্ধবিমান। এক ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি ছোট এবং হালকা। এর ফলে এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর সর্বোচ্চ গতি ১,৯৭৫ কিমি/ঘণ্টা।

Image credits: X-Indian Air Force
Bangla

মিराज ২০০০

মিराज ২০০০ এক ইঞ্জিন বিশিষ্ট বিশেষ যুদ্ধবিমান। বালাকোট এয়ার স্ট্রাইকে এই বিমানটি পাকিস্তানে ঢুকে বোমা হামলা করেছিল। এর সর্বোচ্চ গতি ২,৩৩৮ কিমি/ঘণ্টা।

Image credits: X-@IAF_MCC
Bangla

MiG- 21 বাইসন

MiG- 21 বাইসন এক ইঞ্জিন বিশিষ্ট পুরোনো যুদ্ধবিমান। এর সর্বোচ্চ গতি ২,২৩০ কিমি/ঘণ্টা। এই বিমান দিয়েই অভিনন্দন বর্তমান পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে গুলি করে ছিলেন।

Image credits: X-@IAF_MCC
Bangla

জাগুয়ার

জাগুয়ার দুই ইঞ্জিন এবং দুই সিট বিশিষ্ট বিমান। এর প্রধান কাজ স্থলে বোমা হামলা করা। সর্বোচ্চ গতি ১,৩৪২ কিমি/ঘণ্টা এবং পাল্লা ২,৭৩০ কিমি।

Image credits: X-@IAF_MCC

ফুলশয্যায় বউয়ের ঘোমটা তুলতেই চক্ষু ছানাবড়া বরের! এ কী দেখল সে

Tatkal Booking: কীভাবে সহজেই ট্রেনের তৎকাল টিকিট পাবেন? জানুন কৌশল

ভারতের সেরা বিলাসবহুল স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের ফি শুনলে চমকে উঠবেন

ওয়াকফ বিল ২০২৫: জিবলি স্টাইলে দেখুন কীভাবে উত্তপ্ত হয়েছিল রাজ্যসভা