ভারতীয় রেলে কনফার্মড টিকিট পাওয়া সহজ নয়। অনেকেই তৎকাল টিকিট পাওয়ার চেষ্টা করেন। তবে তৎকাল টিকিট পাওয়া সহজ নয়। এর জন্য বিশেষ কৌশল জানতে হয়।
গ্রীষ্মকালীন ছুটি, উৎসব এবং বিয়ের মরসুমে ট্রেনের কনফার্মড টিকিট পাওয়া কঠিন। এখন জেনে নিন সেই ট্রিক যা দিয়ে সহজেই পেয়ে যাবেন কনফার্মড তৎকাল টিকিট।
ছুটির সময় লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে বেড়াতে যান। স্কুল-কলেজ বন্ধ থাকলে, বিয়ের মরসুম হলে এবং উৎসবের আমেজ থাকলে এমন সময়ে ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়।
এসি ক্লাসের জন্য সকাল ১০টায় তৎকাল বুকিং শুরু হয়। নন-এসি ক্লাসের জন্য সকাল ১১টায় বুকিং শুরু হয়। বুকিং শুধুমাত্র ভ্রমণের একদিন আগে হয়। কয়েক মিনিটের মধ্যেই বুকিং হয়ে যায়।
বুকিংয়ের আগে IRCTC অ্যাপে যান। 'মাই অ্যাকাউন্ট'-এ ক্লিক করুন। 'মাই মাস্টার লিস্ট'-এ যাত্রীর তথ্য সংরক্ষণ করুন। এরপর থেকে আর বারবার তথ্য পূরণ করার প্রয়োজন হবে না।
দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট রাখুন। বুকিংয়ের সময়ের কয়েক সেকেন্ড আগে প্রস্তুত থাকুন। আগে থেকে মাস্টার তালিকা তৈরি করে রাখুন। পেমেন্ট বিকল্প আগে থেকেই সেট করে রাখুন।
দ্রুত পেমেন্টের জন্য UPI বা IRCTC ওয়ালেট ব্যবহার করুন। অটোফিল ব্যবহার করে সেকেন্ড বাঁচান। একটি ভুল মানে টিকিট মিস। তাই শান্ত মনে কাজ করুন।
সময়মতো লগইন করুন। তথ্য আগে থেকেই সংরক্ষণ করুন। ইন্টারনেট সংযোগ দ্রুত হোক। পেমেন্ট বিকল্প প্রস্তুত রাখুন। কোনও ধাপ এড়িয়ে যাবেন না।