Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

বীর যোদ্ধা আর মহাপরাক্রমশালী রাজপুত রাণাদের দেশ হল রাজস্থান। দুর্গ, প্রাসাদের ফাঁকে লুকিয়ে আছে বীরত্বের কাহিনি রূপকথার গল্পের মত

Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

ভারতের প্রাচীনতম আরাবল্লী পর্বতমালায় ঘেরা এই মরুরাজ্য

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

রাজস্থানে রাজ্যের রাজধানী জয়পুর যা 'Pink city' নামে খ্যাত। উদয়পুর, যোধপুর, বিকানের, আজমের, কোটা হল অন্যান্য বড় শহর

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও প্রাণবন্ত জ্যগুলির অন্যতম রাজস্থান। রাজপুতদের সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত, গান, নৃত্য, উৎসব, এবং হস্তশিল্প সারা বিশ্বের পর্যটকদের আকর্ষনের প্রধান কারণ

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

জয়পুরের হাওয়া মহল রাজস্থানের পর্যটকদের অন্যতম আকর্ষন । গোলাপী বেলেপাথর দিয়ে তৈরি, এই ঐতিহাসিক স্থান তার দুর্দান্ত স্থাপত্যের জন্য পরিচিত

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

মহারাজা কুম্ভের বানানো কুম্ভালগড় দূর্গ পৃথিবীর সবচেয়ে উঁচু দূর্গ হিসেবে পরিচিত বিশ্বের ইতিহাসে

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

রাজস্থানের লোকেরা তাদের আতিথেয়তা এবং রাজকীয় আচরণের জন্য বিখ্যাত যা সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

রাজস্থানে রয়েছে থর মরুভূমি— যা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট হিসেবেও পরিচিত

Image credits: Getty
Bangla

মরুরাজ্য রাজস্থানের সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস

ইউনেস্কোর হেরিটেজ সাইট তালিকায় স্থান পেয়েছে রাজস্থানের আটটি দ্রষ্টব্য জায়গা

Image credits: Getty
Bangla

৩০ মার্চ রাজস্থান দিবস

প্রতি বছর ৩০ মার্চ মহাসমারোহে পালিত হয় রাজস্থান দিবস, সর্বাত্মক উন্নতি কামনা করে অভিনন্দন জানিয়ে রাজস্থান দিবসে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Image credits: Getty

Dehradun-Delhi Express Way: মাত্র ২:৩০ ঘণ্টা হবে সফরের সময়

২২ গজের দাপট পেরিয়ে এবার ক্যামেরার সামনেও হরমনপ্রীতের 'লে ছক্কা'!