২০২৫ সালের মে মাসের গুরুত্বপূর্ণ উৎসবগুলি কী বিস্তারিত তথ্য জেনে নিন
২০২৫ সালের মে মাসের গুরুত্বপূর্ণ উৎসবের তারিখ এবং তাৎপর্য সম্পর্কে জানুন। সারা দেশে এই উৎসবগুলি পালিত হবে।
India Apr 27 2025
Author: Soumya Gangully Image Credits:Getty
Bangla
২০২৫ সালের প্রথম ৪ মাসে সারা দেশে নানা উৎসব দেখা গিয়েছে, আরও উৎসব আছে
২০২৫ সালের পঞ্চম মাসটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বেশ কিছু বড় ব্রত ও উৎসব পালিত হবে। জেনে নিন ২০২৫ সালের মে মাসের পাঁচটি প্রধান উৎসবের বিস্তারিত তথ্য।
Image credits: firstprintable.com
Bangla
কবে গঙ্গা সপ্তমী ২০২৫? সারা দেশেই ধর্মপ্রাণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ
বৈশাখ মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথি অর্থাৎ ৪ মে, রবিবার গঙ্গা সপ্তমী পালিত হবে। এই তিথিতেই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল বলে বিশ্বাস।
Image credits: Getty
Bangla
কবে পড়েছে সীতা নবমী ২০২৫? হিন্দুদের কাছে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ
এই বছর সীতা নবমী ৬ মে পালিত হবে। একে জানকী নবমীও বলা হয়। এই তিথিতেই দেবী সীতা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বলে ধর্মীয় বিশ্বাস।
Image credits: Chatgpt
Bangla
কবে নৃসিংহ চতুর্দশী ২০২৫? হিন্দুদের কাছে এই উৎসবেরও বিশেষ গুরুত্ব আছে
এই বছর নৃসিংহ চতুর্দশী ১১ মে, রবিবার পালিত হবে। এই তিথিতেই ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে খাম্বা ফেটে আবির্ভূত হয়েছিলেন।
Image credits: Getty
Bangla
কবে বুদ্ধ জয়ন্তী ২০২৫? বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব গুরুত্বপূর্ণ
প্রতি বছর বৈশাখ পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তী পালিত হয়। এই বছর এই উৎসব ১২ মে, সোমবার পালিত হবে এই উৎসব। এই দিন কূর্ম অবতার উৎসবও হতে চলেছে।
Image credits: Getty
Bangla
কবে বট সাবিত্রী ব্রত ২০২৫? সারা দেশে অনেকেই এই উৎসব পালন করে থাকেন
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বট সাবিত্রী ব্রত পালিত হয়। এই বছর এই ব্রত ২৬ মে, সোমবার পালিত হবে।
Image credits: Getty
Bangla
কবে শনি জয়ন্তী ২০২৫? হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব গুরুত্বপূর্ণ
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা এই বছর ২ দিন থাকবে। ২৭ মে, মঙ্গলবার সকালে অমাবস্যার যোগ থাকায় এই দিন শনি জয়ন্তী পালিত হবে।