Bangla

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: ভারতে কত মুসলিম গরিব? চমকে দেবে এই তথ্য

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনার মধ্যে গরিব মুসলিমদের কথা বারবার উঠে আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতে গরিব মুসলিমের সংখ্যা কত? আসুন জেনে নেওয়া যাক।

Bangla

লোকসভায় পাস হয়ে গিয়েছে ওয়াকফ বিল

বুধবার, ২ এপ্রিল রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার, ৩ এপ্রিল রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে মতভেদও রয়েছে।

Image credits: ChatGPT
Bangla

গরিব মুসলিমদের কথা বারবার উল্লেখ

ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে গরিব মুসলিমদের কথা বারবার বলা হচ্ছে। যা নিয়ে দেশে বিতর্কও শুরু হয়েছে।

Image credits: Freepik
Bangla

ভারতে কতজন গরিব মুসলিম রয়েছেন

অল ইন্ডিয়া ডেটস অ্যান্ড ইনভেস্টমেন্ট (AIDIS) এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) এর একটি রিপোর্ট অনুসারে, দেশে সবচেয়ে বেশি গরিব মুসলিমরাই।

Image credits: Freepik
Bangla

ভারতে দরিদ্র মুসলিমদের সংখ্যা

ন্যাশনাল কাউন্সিল ফর ইকোনমিক রিসার্চের ২০১০ সালের রিপোর্ট অনুসারে, ভারতে ৩১% মুসলিম দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তবে, এখন ১৫ বছর হয়ে গিয়েছে, তাই ডেটা পরিবর্তনও হতে পারে।

Image credits: Freepik
Bangla

ভারতে কতজন দরিদ্র মানুষ আছে?

২০২৪ সালে গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্সে বলা হয়েছে, গোটা বিশ্বে ১১০ কোটি মানুষ বহু-মাত্রিক দারিদ্র্যে জীবনযাপন করছেন। এর মধ্যে ৩.৪ কোটি ভারতীয়।

Image credits: Freepik
Bangla

ভারতে কি দারিদ্র্য কমছে?

এই রিপোর্ট অনুসারে, ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ সালে দারিদ্র্য ২.৭% হারে কমেছে, কিন্তু ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ পর্যন্ত এতে ধীরগতি দেখা গিয়েছে। এই সময়কালে ২.৩% হারে দারিদ্র্য কমেছে।

Image credits: Freepik
Bangla

ভারতে মুসলমানদের সম্পদের পরিমাণ কত?

AIDIS এবং PLFS-এর রিপোর্ট অনুসারে, ২০১৮ সালে মুসলিমদের গড় সম্পত্তির মূল্য ছিল ১৫,৫৭,৬৩৮ টাকা। চাকরিতেও তাঁদের অংশীদারিত্ব কম। এর কারণ হল কম লেখাপড়া।

Image credits: Freepik

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ এর ১০টা জরুরি পরিবর্তন জেনে নিন

Waqf Bill 2025: বিলের ১০টা ঐতিহাসিক পরিবর্তন সম্পর্কে জেনে নিন

আইএএস অনন্যার কষ্টের গল্প: অল্প বয়সেই বিচ্ছেদের যন্ত্রণা!

Money Alert: ১ এপ্রিল থেকে ১১টি নিয়মে বদল, অর্থকরী বিষয়ে সতর্ক থাকুন