কংগ্রেস প্রার্থী 'হনুমান'
Bangla

কংগ্রেস প্রার্থী 'হনুমান'

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী 'হনুমান'। তাঁকে নিয়ে উত্তার রাজ্য রাজনীতি।

বিপক্ষে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Bangla

বিপক্ষে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

কংগ্রেস 'হনুমান'কে প্রার্থী করেছে বুধনি বিধানসভা কেন্দ্রের। বিপক্ষ প্রার্থী বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Image credits: Vikram Mastal instagram
কে 'হনুমান'
Bangla

কে 'হনুমান'

অভিনেতা বিক্রম মাস্তাল। ২০০৮ সালে রামায়ণ টিভি সিরিয়ালে হনুমানের ভূমিকায় অভিনয় করেছিলেন।

Image credits: Vikram Mastal instagram
রাজনীতিতে বিক্রম
Bangla

রাজনীতিতে বিক্রম

চলতি বছরের জুলাই মাসে কংগ্রেসে যোগ দেন বিক্রম মাস্তল। অভিনেতার দলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

Image credits: Vikram Mastal instagram
Bangla

কংগ্রেসের ১৪৪ প্রার্থী

কংগ্রেস রবিবার ১৪৪ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানেই নাম রয়েছে বিক্রম মাস্তেলের।

Image credits: Vikram Mastal instagram
Bangla

শক্ত প্রতিপক্ষ

বিধনি আসনটি শিবরাজ সিং-এর শক্ত ঘাঁটি। ২০১৮ সালে এই কেন্দ্র থেকে ৫৮৯৯৯ ভোটে জয়ী হয়েছিলেন তিনি।

Image credits: social media
Bangla

অন্যান্য প্রার্থী

মধ্যপ্রদেশের কংগ্রেসের অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা হলেন কমল নাথ। দিগ্বিজয় সিং-এর ছেলে জয়বর্ধন।

Image credits: Vikram Mastal instagram

বিদেশের মাটিতে একের পর শত্রু নিকেশ! RAW-এর কাজ? জল্পনা তুঙ্গে

Richest Candidate:বিজেপির ধনী প্রার্থী সঞ্জয়- রইল সম্পত্তির তালিকা

Aam Aadmi Party: সঞ্জয় সিংই প্রথম নন, গ্রেফতার হয়েছেন আরও আপ নেতা

উজ্জ্বলা যোজনায় এবার দারুণ লাভ! ঘোষণা করল মোদী সরকার