Bangla

রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিন: কবে বিয়ে করবেন?

রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিন উপলক্ষে বিয়ের জল্পনা
Bangla

রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিন

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আজ ৫৫তম জন্মদিন। দেশব্যাপী শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

Image credits: Getty
Bangla

কবে বিয়ে করবেন রাহুল গান্ধী?

রাহুল গান্ধীর জন্মদিনে অনেকেই প্রশ্ন তুলছেন, ৫৫ বছর বয়স হয়ে গিয়েছে! আর কবে বিয়ে করবেন তিনি।

Image credits: Getty
Bangla

প্রণীতি শিন্ডের সাথে নাম জড়িয়েছে

রাহুল গান্ধী বহুবার বলেছেন, সময় হলে বিয়ে করবেন। যদিও বিভিন্ন মেয়ের সাথে তাঁর নাম জড়িয়েছে, প্রণীতি শিন্ডের নামটিই বেশি আলোচিত।

Image credits: Wikipedia
Bangla

প্রণীতি শিন্ডে ও রাহুল গান্ধী

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল, রাহুল গান্ধী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের কন্যা প্রণীতি শিন্ডেকে বিয়ে করবেন।

Image credits: social media
Bangla

ভারত জোড়ো যাত্রায় প্রণীতি

প্রণীতি শিন্ডেকে প্রথম রাহুল গান্ধীর সাথে দেখা যায় মহারাষ্ট্রের সোলাপুরে ভারত জোড়ো যাত্রায়।

Image credits: social media
Bangla

তিনবার বিধায়ক, এখন সাংসদ

প্রণীতি শিন্ডে সোলাপুর সিটি সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক ছিলেন। এখন তিনি সাংসদ। ২০০৯ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।

Image credits: social media
Bangla

কে এই সাংসদ প্রণীতি শিন্ডে?

বর্তমানে প্রণীতি শিন্ডে মহারাষ্ট্র থেকে কংগ্রেসের সাংসদ। তাঁর পিতা সুশীল শিন্ডে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তাই তিনি পিতার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।

Image credits: Getty

Chenab Bridge India: চেনাব-ই চিনিয়েছে মাধবীকে, জানুন বিশ্বের সর্বোচ্চ রেল সেতু নির্মাণের কারিগরের আসল পরিচয়

সারা বিশ্ব জনসংখ্যার ৩৫% দুটি দেশে, বাকি ১৯০ দেশে ৬৫%, রইল পরিসংখ্যান

Indian Railways: ট্রেন টিকিট থেকে পেতে পারেন ৬টি বিনামূল্যে সুবিধা?

Jyoti Malhotra: চাকরি ছেড়ে ইউটিউবার, জ্যোতির সম্পত্তি কত জানেন?