ব্রিটেন থেকে কোহিনূর হীরে ভারতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা চলছে।
কোহিনূর হীরা নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের সচিব বঙ্গতনয়া লিসা নন্দী।
বিশ্বের সবচেয়ে আলোচিত হীরে হল কোহিনূর। ব্রিটিশ শাসনাধীন ভারত থেকে ব্রিটেনের দখলে চলে যায় এই বিখ্যাত হীরে।
কোহিনূরের ইতিহাস ৫০০০ বছরের পুরনো। এই হীরে নিয়ে অনেক কাহিনি শোনা যায়।
ময়ূর সিংহাসনে স্থান পেয়েছিল কোহিনূর। কিন্তু শেষপর্যন্ত ভারত থেকে ব্রিটেনে চলে যায় এই হীরে।
নাদির শাহ কোহিনূর হীরে লুট করে নিয়ে যান। তবে শেষপর্যন্ত তিনিও এই হীরে দখলে রাখতে পারেননি।
শুজা শাহ দুররানি কোহিনূর ভারতে ফিরিয়ে আনেন। কিন্তু তারপরেও এই হীরে ভারতের হাতছাড়া হয়।
মহারাজা রণজিৎ সিংহের অধিকারে ছিল কোহিনূর হীরে। কিন্তু তিনিও পরে কোহিনূরের অধিকার হারান।
মহারানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয় কোহিনূর। তারপর থেকেই এই হীরে ব্রিটেনের দখলে।
বিশ্বের ১০ টি দ্রুততম যুদ্ধবিমান! ভারতের কাছে কি আছে?
MIG-25 থেকে F-15, একনজরে দেখুন ভারতের সেরা যুদ্ধবিমানের তালিকা
এয়ারপোর্টকেও হার মানাবে, রইল রানী কমলাপতি স্টেশনের ঝলক
Groom Kidnapped: বিয়ের আসরে সবার সামনে থেকে প্রেমিককে অপহরণ তরুণীর!