Bangla

দীর্ঘদিন ধরে ব্রিটেনের দখলে আছে কোহিনূর, এই হীরে ভারতে ফেরানো যাবে?

ব্রিটেন থেকে কোহিনূর হীরে ভারতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা চলছে।

Bangla

কোহিনূর নিয়ে ভারত-ব্রিটেন আলোচনা চলছে বলে জানিয়েছেন সচিব লিসা নন্দী

কোহিনূর হীরা নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের সচিব বঙ্গতনয়া লিসা নন্দী।

Image credits: X-@Indic_Vibhu
Bangla

দীর্ঘদিন ধরে ব্রিটেনে থাকলেও, কোহিনূরের উপর দাবি জানিয়ে আসছে ভারত

বিশ্বের সবচেয়ে আলোচিত হীরে হল কোহিনূর। ব্রিটিশ শাসনাধীন ভারত থেকে ব্রিটেনের দখলে চলে যায় এই বিখ্যাত হীরে।

Image credits: Getty
Bangla

৫০০০ বছরের পুরোনো হীরে কোহিনূর নিয়ে ভারতে অনেক কিংবদন্তি প্রচলিত

কোহিনূরের ইতিহাস ৫০০০ বছরের পুরনো। এই হীরে নিয়ে অনেক কাহিনি শোনা যায়।

Image credits: Getty
Bangla

ময়ূর সিংহাসনে ছিল কোহিনূর হীরে, পরে তা স্থানান্তরিত হয়ে ব্রিটেনে যায়

ময়ূর সিংহাসনে স্থান পেয়েছিল কোহিনূর। কিন্তু শেষপর্যন্ত ভারত থেকে ব্রিটেনে চলে যায় এই হীরে।

Image credits: Getty
Bangla

একসময় কোহিনূর হীরের উপর নজর পড়েছিল নাদির শাহের, তিনি এটি দখল করেন

নাদির শাহ কোহিনূর হীরে লুট করে নিয়ে যান। তবে শেষপর্যন্ত তিনিও এই হীরে দখলে রাখতে পারেননি।

Image credits: Getty
Bangla

শুজা শাহ দুররানি নাদির শাহের কবল থেকে কোহিনূর হীরে ভারতে ফিরিয়ে আনেন

শুজা শাহ দুররানি কোহিনূর ভারতে ফিরিয়ে আনেন। কিন্তু তারপরেও এই হীরে ভারতের হাতছাড়া হয়।

Image credits: Getty
Bangla

একসময় মহারাজা রণজিৎ সিংহের অধিকারে ছিল কোহিনূর, কিন্তু হাতছাড়া হয়

মহারাজা রণজিৎ সিংহের অধিকারে ছিল কোহিনূর হীরে। কিন্তু তিনিও পরে কোহিনূরের অধিকার হারান।

Image credits: Getty
Bangla

ব্রিটেনের প্রয়াত প্রাক্তন মহারানি ভিক্টোরিয়াকে কোহিনূর হীরে দেওয়া হয়

মহারানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয় কোহিনূর। তারপর থেকেই এই হীরে ব্রিটেনের দখলে।

Image credits: Getty

বিশ্বের ১০ টি দ্রুততম যুদ্ধবিমান! ভারতের কাছে কি আছে?

MIG-25 থেকে F-15, একনজরে দেখুন ভারতের সেরা যুদ্ধবিমানের তালিকা

এয়ারপোর্টকেও হার মানাবে, রইল রানী কমলাপতি স্টেশনের ঝলক

Groom Kidnapped: বিয়ের আসরে সবার সামনে থেকে প্রেমিককে অপহরণ তরুণীর!