বিয়ের আসরে হাজির হয়ে বরকে জোর করে নিয়ে চলে গেলেন এক তরুণী। যিনি বরের প্রেমিকা। তিনি বিয়েও সেরে নিলেন।
বিয়ের আসরে হঠাৎই হাজির হয়ে বরের প্রেমিকা চিৎকার করে বলেন, 'এ বিয়ে হবে না।' এরপরেই তিনি বরকে নিয়ে সেখান থেকে চলে যান।
সবার সামনে থেকে বরকে জোর করে তুলে নিয়ে সটান থানায় হাজির হন তাঁর প্রেমিকা। পুলিশও এই ঘটনায় হকচকিয়ে যায়।
এই তরুণী তাঁর প্রেমিককে জোর করে থানায় নিয়ে যাওয়ার পর আত্মীয়রা সেখানে পৌঁছন। থানাতেই পঞ্চায়েত বসে। এরপর মন্দিরে গিয়ে তাঁদের বিয়ে হয়।
যাঁকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করলেন প্রেমিকা, তাঁর এক আত্মীয়ের সঙ্গে কনের বিয়ে হল। ফলে সবদিক রক্ষা হল।
শক্তি দুবের UPSC সাফল্যের ৫ টিপস
International Labour Day 2025: পরিশ্রমের কাছে হার মানল দারিদ্রতা, চিনুন দেশের সেরা IAS অফিসার শরণ কাম্বলেকে?
ছেলের বিয়েতে রাজকীয় আয়োজন, জানেন নরেন্দ্র সিং তোমারের পুত্রবধূ কে?
Politics: ভারতের সবচেয়ে শিক্ষিত আমলা তথা রাজনীতিবিদ কে জানেন?