বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার কেমন হবে? মঙ্গলবার সন্ধ্যেথেকেই বৈঠক হচ্ছে বঙ্গভবনে। রয়েছে ছাত্র প্রতিনিধি।
রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছে কোটা বিরোধী আন্দোলনের ১৩ সদস্যের প্রতিনিধিরা।
বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
আন্দোলনের কারণে আটক ছাত্রদের মুক্তির দাবি মেনে নিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। ১ জুলাই -৫ অগাস্ট পর্যন্ত আটক আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ।
গোয়েন্দাদের পরামর্শ মেনে বাংলাদেশের সেনা বর্তমানে হাইপ্রোফাইল ব্যক্তিদের দেশের বাইরে যেতে দিচ্ছে না।
ইমিগ্রেশন বাতিল হয়েছে প্রাক্তন মন্ত্রী, রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের কর্মীদেরও।
বিএনপি আগামীকাল বুধবার দুপুর ২টোয় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
কোটা সংস্কারের দাবিতে জুন মাসে বাংলাদেশের পথে নামেন পড়ুয়ারা। প্রবল জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছিল।