১০০ বছরেরও বেশি সময় ধরে শিকলে বাঁধা পাকিস্তানের গাছ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বটগাছকে একটি আইনের কারণে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ১২৫ বছর ধরে।
শিকলে বাঁধা গাছে লেখা রয়েছে আমি গ্রেফতার। লেন্ডি কোটাল আর্মিতে এই গাছ রয়েছে।
১৮৯৮ সালে সালে একজন মাতাল ব্রিটিশ অফিসার জেমস স্কয়ার লেন্ডি কোটাল সেনা সেনানিবাসে হাঁটছিলেন। তার মনে হয় বটগাছ তার দিকে এগিয়ে আসছে। তিনি শঙ্কিত হয়ে গাছ আটকে রাখার নির্দেশ দেন।
সেই থেকেই শিকলে বাঁধা রয়েছে বটগাছ। বর্তমানে এটি একটি পর্যটন স্থান।
আজও গ্রেফতার রয়েছে বটগাছটি। সেখানে একটি বোর্ডও ঝুলছে- লেখা রয়েছে আমি গ্রেফতার।
এই গাছটি ব্রিটিশ রাজের অন্যতম কালো আইন কঠোর ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশনের নৃশংসতা বিশ্বের সামনে নিয়ে আসে। ব্রিটিশ শাসনামলে পশতুন বিরোধিতা মোকাবেলায় এই আইন প্রণয়ন করা হয়েছিল।